মমতার লন্ডন সফরে স্বপ্নের চুক্তি! বাংলার ফুটবলের ভবিষ্যত তৈরির কর্মযজ্ঞে সামিল ম্যাঞ্চেস্টার সিটি

mou signed between manchester city and techno india: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলেত সফরের মাঝেই বাংলার ফুটবলের উন্নয়নে এ এক ঐতিহাসিক চুক্তি সাক্ষরিত হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলার তুলে আনার কর্মযজ্ঞ শুরু হয়তো আর কিছুদিনের মধ্যেই।

mou signed between manchester city and techno india: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলেত সফরের মাঝেই বাংলার ফুটবলের উন্নয়নে এ এক ঐতিহাসিক চুক্তি সাক্ষরিত হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলার তুলে আনার কর্মযজ্ঞ শুরু হয়তো আর কিছুদিনের মধ্যেই।

author-image
IE Bangla Web Desk
New Update
mou signed between manchester city and techno india in presence of mamata banerjee

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি সাক্ষরিত টেকনো ইন্ডিয়া গ্রুপের।

mou signed between manchester city and techno india in presence of mamata banerjee: বাংলার ফুটবলের উন্নয়নে এ এক স্বপ্নের চুক্তি! শহর কলকাতায় এবার ফুটবল স্কুল খুলবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিলেত সফরের মাঝেই বিশ্ব ফুটবলের এই তারকা ক্লাবের সঙ্গে সমঝোতাপত্র অর্থাৎ মউ স্বাক্ষর করে ফেলেছে বাংলার টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group)।

Advertisment

টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীর পুত্র দেবদূত রায়চৌধুরী এই মউ সাক্ষরে সংস্থার তরফে হাজির ছিলেন লন্ডনে। সেখানেই ম্যাঞ্চেস্টার সিটির পক্ষ থেকে তাদের ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বাংলার সঙ্গে ফুটবলের নাড়িক যোগ। দশকের পর দশক ধরে ভারতীয় ফুটবলকে চালকের আসনে বসিয়েছিলেন বাংলার ফুটবলাররাই। ভারতীয় ফুটবলের আন্তর্জাতিক দুনিয়ায় সোনার স্বীকৃতি এসেছে একঝাঁক বঙ্গ ফুটবলারদের হাত ধরেই। তবে গত কয়েক দশকে উপযুক্ত পরিকাঠামোর অভাবে গোটা দেশের ফুটবলের পাশাপাশি বঙ্গ ফুটবলেরও করুণ দশা।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলেত সফরের মধ্য দিয়ে বাংলার ফুটবলে নবজোয়ার আসতে চলেছে বলে আশাবাদী ক্রীড়াবিদরা। ইংল্যান্ডের ঐতিহ্যশালী ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম হল এই ম্যাঞ্চেস্টার সিটি। এবার তাদের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছে বাংলার টেকনো ইন্ডিয়া গ্রুপ। রাজ্যের ফুটবলের উন্নয়নে এবার রীতিমতো ফুটবল স্কুল গড়ে কাজ শুরু করবে এই দুই সংস্থা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:চাষের জমিতে মহিলার আধপোড়া মৃতদেহ, রোমহর্ষক কাণ্ডে তোলপাড়!

লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের একাধিক কর্তা-ব্যক্তিদের পাশাপাশি এরাজ্যের শিল্পপতিদের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী। শিল্পপতিদের সঙ্গে সম্মেলনে রাজ্যে বিনিয়োগের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে তাদের প্রবল সন্তুষ্টির কারণ ব্যাখ্যা করেছেন এরাজ্য থেকে যাওয়া শিল্পপতিরাও।

তবে মুখ্যমন্ত্রীর এই বাণিজ্য সম্মেলনের মধ্যে ফুটবলপ্রেমীদের জন্য বড়সড় সুখবরটি হল ম্যাঞ্চেস্টার সিটির কলকাতার সঙ্গে যুক্ত হওয়া। গত চারবারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ক্লাব এবার যুক্ত হতে চলেছে বাংলার ফুটবলের ভবিষ্যত তৈরির কর্মযজ্ঞে।

Football Manchester city Indian Football Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal