Madhyamik Exam 2025: পারলৌকিক কাজ এখনও শেষ হয়নি। বাবার মৃত্যুশোক বুকে নিয়েই মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা দিচ্ছে
প্রিয়া মাহাতো। মাত্র ১১ দিন আগে প্রয়াত হওয়া বাবার ইচ্ছা পূরণে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই অসৌচের লালপাড় সাদা শাড়ি পরে প্রিয়া পরীক্ষাকেন্দ্রে হাজির হয়ে পরীক্ষা দিচ্ছে। পিতৃশোক কাটিয়ে প্রিয়া যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তার জন্য তাঁর সহপাঠীরা প্রতিনিয়ত তাঁকে মনোবল জুগিয়ে যাচ্ছেন।
মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া মাহাতো পূর্ব বর্ধমানের মেমারির বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। স্কুলের ড্রেসের পরিবর্তে প্রিয়া অসৌচের লালপাড় সাদা শাড়ি পরে পরীক্ষা দিচ্ছেন। মাত্র ১১ দিন আগে কিডনির রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছেন। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েন এই মাধ্যমিক পরীক্ষার্থী। প্রিয়ার কথায়, "বাবাই ছিলেন আমার অনুপ্রেরণা। বাবার স্বপ্ন ছিল আমি যেন ভালো করে পড়াশোনা করে মাধ্যমিক সহ জীবনের সব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই।"
প্রয়াত বাবার সেই স্বপ্ন পূরণ করতেই শোকাতুর মন নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রিয়া। বাবার শেষ ইচ্ছে পূরণেও প্রিয়া যেন দৃঢ়প্রতিজ্ঞ। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষক সহপাঠী ও অন্য পরীক্ষার্থীর অভিভাবকরা প্রিয়ার এই মানসিক দৃঢ়তা দেখে বিস্মিত ও গর্বিত। প্রিয়ার বন্ধুরাও তাঁকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন- Birbhum Clash: অনুব্রত-কাজল দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, বালিঘাটের দখলদারিতে বোমাবাজি, পা উড়ল তৃণমূলকর্মীর
পরীক্ষাকেন্দ্রে মঙ্গলবায় ঢোকার আগে প্রিয়া বলেন , “আমার বাবা চেয়েছিলেন আমি যেন যে কোনও অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা দিই। তাই বাবার মৃত্যুশোক বুকে নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। বাবার ইচ্ছা পূরণে এই লড়াই আমাকে লড়তেই হবে।" প্রিয়ার বান্ধবী অনিতা রায় জানান, প্রিয়ার এই লড়াই তাঁদের সবার কাছেই এক প্রেরণার সামিল।
আরও পড়ুন- West Bengal News Live: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট 'হাতিয়ার' CBI কব্জায়! শীঘ্রই তোলপাড় পড়ে যাবে বাংলায়?