নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া চরিত্র কামদুনির মৌসুমী? কুন্তলের মন্তব্যে তোলপাড়

বৃস্পতিবার চাঞ্চল্যকর দাবি করেছেন কুন্তল ঘোষ।

mousumi kayal of kamduni was agent of tapas mondal says kuntal ghosh ssc scam case , নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া চরিত্র কামদুনির মৌসুমী? কুন্তলের মন্তব্যে তোলপাড়
তাপস মণ্ডল, মৌসুমী কয়াল, কুন্তল ঘোষ

নিয়োগ দুর্নীতিতে এর আগে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম তুলে ধরেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। আর এবার আরও একবার বোমা ফাটালেন নিয়োগ দুর্নীতি মামলা ধৃত বলাগড়ের কুন্তল। বৃস্পতিবার চাঞ্চল্যকর দাবি করেছেন কুন্তল ঘোষ। তাঁর মুখে উচ্চারিত হয় কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের নাম!

ধৃত তাপস মণ্ডলের সঙ্গে কোনও মহিলার আর্থিক লেনদেন হয়েছিল কি না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল ঘোষ বলেন, ‘তাপস মণ্ডলের অফিসে অনেক মহিলা কাজ করতেন। তাঁদের সঙ্গে নিশ্চয়ই হয়েছে। আমি যেটুকু জানতাম, মৌসুমি কয়াল ছিলেন তাপস মণ্ডলের এজেন্ট।’

ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি ছিলেন তাপস মণ্ডল। মহিষবাথানে তাঁর অফিস। আর সেই অফিসেই কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রোজেক্টের কাজ করতেন মৌসুমী কয়াল। তবে বেতন সংক্রান্ত জটে তাপসের অফিসের কাজ ছেড়ে দিয়েছিলেন কামদুনির প্রতিবাদী মুখ। গত ১৯ ফেব্রুয়ারি তাপস মণ্ডলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সময় তাপসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছিলেন মৌসুমী। তাঁকে আগেই গ্রেফতার করা কেন হল না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী সিবিআই বা ইডি ডাকলে তিনি সহযোগিতা করবেন বলেও সংবাদ মাধ্যমে আস্বস্ত করেছিলেন।

কুন্তলের মন্তব্যের পর এদিন মৌসুমী বলেন, ‘কামদুনির ঘটনার পর আমার বিরুদ্ধে প্রচুর মিত্যা মামলা দেওয়া হয়েছিল। তখন যখন কিছু করতে পারেনি, এখনও তাহলে কেই কিছু করতে পারবে না। কুন্তল ঘোষ মিথ্যা কথা বলছেন। সবটাই সঠিকভাবে বলতে পারবেন মৌসুমী কয়াল। এটা ষড়যন্ত্র। আমি কুন্তল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করব।’

উল্লেখ্য, এদিনই সকালে কোর্টে পেশের সময় কুন্তল ঘোষকে ‘ম্যাজিশিয়ান‘ বলে দেগে দিয়েছিলেন তাপস মণ্ডল। নিয়োগ মামলায় ধৃত আরেক বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে তিনি চেনেন কিনা তার জবাবে তাপস বলেছিলেন, ‘কুন্তল ম্যাজিশিয়ান। ও সব জানে।’ এর কয়েক ঘন্টা বাদেই বিস্ফোরক দাবি করলেন খোদ কুন্তল।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mousumi kayal of kamduni was agent of tapas mondal says kuntal ghosh ssc scam case

Next Story
বিরাট ‘দুর্নীতি’! পরীক্ষা না দিয়েই কলেজে চাকরি সুজনের স্ত্রীর? পর্দাফাঁস তৃণমূলের
Exit mobile version