Advertisment

Moyna: এখনও চাকরি দেওয়ার নামে টাকা তুলছে তৃণমূল নেতার ভাই, মারাত্মক অভিযোগে তোলপাড়!

TMC: অর্থের বদলে এসএসসি-তে চাকরিকে কেন্দ্র করে হুলস্থূল কাণ্ড। পুর নিয়োগ নিয়েও তোলপাড় পড়েছে। অস্বস্তি বেড়েছে শাসক তৃণমূলের। তারপরও ফের একই অভিযোগ...

author-image
IE Bangla Web Desk
New Update
Moyna TMC leaders brother is accused of taking money in the name of giving a job , চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে

East Medinipur: অভিযুক্ত অমিত জানাকে (মাঝে সবুজ জামা পরে) ঘিরে বিক্ষোভ।

Moyna East Medinipur: চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে ময়নার তৃণমূল নেতার ভাই। এই অভিযোগে তাঁকে ধরে রাখল গ্রামবাসীরা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ময়না এলাকায়।

Advertisment

অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানা।

মারাত্মক এই অভিযোগে অমিত জানা ধরে বেঁধে রাখেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১০ হাজার টাকা নেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত। এদিন সকালে আরও ৫ হাজার টাকা নিতে আসলে তাঁকে ধরে রাখে গ্রামবাসীরা। এখনও পর্যন্ত তাঁকে আটকে রেখেছে গ্রামবাসীরা। খুব শীঘ্রই তাকে পুলিশের হাতে তুকে দেওয়া হবে জানান স্থানীয়রা।

আরও পড়ুন- Supreme Court Verdict On WB SSC Recruitment Scam Case: চাকরিহারাদের ভাগ্য ঝুলেই রইল, তবে সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি মমতার ক্যাবিনেটের

আরও পড়ুন- Lok-Sabha Election 2024: কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া মমতা, বহরমপুরে অধীরকে হারাতে কী কৌশল, কাকে দায়িত্ব?

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ৫ বছরে আয় বেড়েছে ৬ গুণের বেশি, তাও TMC প্রার্থীর ‘বাহন’ শুধুই একটি ‘লজ্ঝরে’ বাইক!

tmc East Midnapore
Advertisment