scorecardresearch

মতুয়াগড় নদিয়ায় জমি পোক্ত করতে মুকুলে ভরসা দিদির? জোরালো ইঙ্গিতে চড়ছে চর্চা

তবে কি তৃণমূলে এবার সক্রিয় হচ্ছেন মুকুল রায়? ইঙ্গিতটা কিন্তু বেশ জোরালো।

Mukul Roy is active again in tmc holding the hand of Mamata Banerjee?
ফের এই ছবির পুনরাবৃত্তি সময়ের অপেক্ষা মাত্র।

তবে কি তৃণমূলে এবার সক্রিয় হচ্ছেন মুকুল রায়? ইঙ্গিতটা কিন্তু বেশ জোরালো। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আগামী বৃহস্পতিবার রানাঘাটে হতে চলা প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছেন মুকুল রায়। শুঘু তাই নয়, জানা গিয়েছে বুধবার কৃষ্ণনগরে তৃণমূলের প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই মঞ্চ আলো করে বসে থাকতে দেখা যাবে এখনও খাতায়-কলমে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল রায়কে।

একুশের ভোটে বিজেপির টিকিটে লড়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তবে ভোটের ফল প্রকাশের পর গেরুয়া দলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেন মুকুল। ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে ফের পুরনো দলেই ফেরেন একদা জোড়াফুলের সেকেন্ড ইন কমান্ড। তবে তৃণমূলে ফেরা ইস্তক সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি মুকুল রায়কে। বরং টানা একটা বড় সময় ধরে অন্তরালেই থেকে গিয়েছেন রাজ্য রাজনীতির চাণক্য মুকুল রায়!

তবে পরিস্থিতির বদলের ইঙ্গিতটা মেলে এবছরের ভাইফোঁটার দিনে। মুকুলকে কালীঘাটের বাড়িতে ডেকে ভাইফোঁটা দেন দিদি মমতা। সেদিনই তৃণমূলের হয়ে রাজনীতিতে ফের একবার সক্রিয় ভূমিকায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মুকুল রায়। এবার মমতা নিজেতাঁকে ডেকেছেন দলের প্রকাশ্য সভায়। তবে কি মমতার হাত ধরেই বঙ্গ রাজনীতিতে মুকুলের সক্রিয় হয়ে ওঠা সময়ের অপেক্ষা? বলবে সময়।

আরও পড়ুন- ২০১৪-এর প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়োগে জট আরও গভীরে, কী পদক্ষেপ করল পর্ষদ?

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নদিয়া সফরে গিয়ে বুধবার কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজের মাঠে দলের প্রকাশ্য সভা করবেন তৃণমূল সুপ্রিমো। সেই সভায় দিদি থাকতে বলেছেন মুকুলকে। তেমনই বৃহস্পতিবারের জেলা প্রশাসনিক বৈঠকে থাকারও আমন্ত্রণ পৌঁছেছে বিধায়ক মুকুল রায়ের কাছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে নদিয়ায় রাজনৈতিক জমি পোক্ত করতে মুকুল রায়কে মমতার কাজে লাগানোর সম্ভাবনা প্রবল।

রাসপূর্ণিমার দিনে মঙ্গলবার তিন দিনের নদিয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। মতুয়াদের গড় হিসেবে পরিচিত কৃষ্ণনগর-সহ তার আশেপাশের এলাকায় পঞ্চায়েত ভোটের মাত্র কয়েকমাস আগে তৃণমূলনেত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক চর্চা বেড়েছে। তবে কি মতুয়া মন পেতে এবার প্রতিশ্রুতির ‘ফুলঝুড়ি’ ছোটাবেন তৃণমূলনেত্রী? বিরোধীরা কিন্তু এই টিপ্পনি কাটছেন।

আরও পড়ুন- রাস উৎসবের দিনেই শ্রীচৈতণ্যের জেলায় মমতা, ৩ দিনের নদিয়া সফরে ঠাসা কর্মসূচি

নদিয়ার বিভিন্ন প্রান্তে বহু মতুয়া ধর্মাবলম্বী মানুষের বসবাস। গত একুশের নির্বাচনে মতুয়া প্রভাবিত কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয় পায় বিজেপি। এছাড়াও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদও বিজেপির। মতুয়াদের একটি বড় অংশের সমর্থন এজেলায় বিজেপির পক্ষে। সেদিক থেকে দেখতে এলে পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর নদিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mukul roy is active again in tmc holding the hand of mamata banerjeemukul roy is active again in tmc holding the hand of mamata banerjee