যুবক খুনকে কেন্দ্র করে ধুন্ধুমার চিংড়িহাটায়। অইবরোধ, গাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ। শনিবার রাতে ওই এলাকাতেই এক যুবককে কাঁচি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই খুনে অভিযুক্ত সন্দেহে এক যুবককে ধরে ফেলে বেধড়ক মারধর ক্ষুব্ধ জনতার। কোনওমতে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শনিবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে জোরে মাইক বাজানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় এক যুবক সাহেব আলির সঙ্গে বিট্টু নামে এক যুবকের গন্ডগোল বেধে যায়। অভিযোগ, তর্কাতর্কির পরেই সাহেবকে রাস্তায় ফেলে কাঁচি দিয়ে গলায়, পেটে, বুকে কোপাতে শুরু করে বিট্টু। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে থাকে সাহেব। স্থানীয়রাই পরে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সাহেব আলি নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- ‘নতুন বছরে CBI-এর নেমত্তন্ন পাবেন দিদি’, দিলীপ উবাচে গভীর আশঙ্কা তৃণমূলের
এদিকে, ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত বিট্টু। তাকে গ্রেফতারের দাবিতে সুর চড়ায় স্থানীয়রা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। এরপর রবিবার বিট্টুকে এলাকার একটি ট্যাক্সিতে দেখতে পায় স্থানীয়রা। তখনই ওই ট্যাক্সি আটকে তাকে বেধড়ক মারধর করা হয়।
ওই গাড়িতেও চলে বেপরোয়া ভাঙচুর। তবে ক্ষুব্ধ জনতার হাত থেকে ওই যুবককে কোনওমতে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। যদিও সে ওই খুনের ঘটনায় অভিযুক্ত কিনা সেব্যাপারে পুলিশের তরপে কোনও তথ্য এখনও মেলেনি।