খেলার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল একরত্তি, ঘটনায় তোলপাড়

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই শিশু। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায়।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই শিশু। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায়।

author-image
Gopal Thakur
New Update
cats

ঘটনায় তোলপাড়

খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম আরও দুই শিশু। এই ঘটনা সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

Advertisment

কয়েকজন শিশু খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হয় এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই শিশু। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায়। 

পরিবার সূত্রে জানাযায়, মৃত শিশুর নাম তানবীর শেখ(৭)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানের ছাত্র। জখম আরও দুই শিশুর নাম আরিফুল শেখ এবং মোস্তাফিজুর রহমান। সকলের বাড়ি জামিয়ানগর গ্রামে।

Advertisment

স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই জামিয়া নগর এলাকায় একটি বাড়ি নির্মাণ করা হচ্ছিল। সেই বাড়িতেই বড় লোহার গেট করা হয়। কিন্তু অভিযোগ সেই গেট কোনরকম ভাবে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল। সোমবার সকালে সেখানে খেলা করছিল তিন শিশু। তখনই ঘটে দুর্ঘটনা। 

খেলার সময় হঠাৎ লোহার গেটটি শিশুদের উপর পড়ে যায়।  স্থানীয়রা তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তানভীর সেখের। গুরুতর যখন অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মোস্তাফিজুর রহমান এবং আরিফুল শেখকে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। এভাবে কোনরকম নিরাপত্তা ছাড়াই নির্মীয়মান বাড়িতে রাস্তার পাশে কেন গেট রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্ত বাড়ি মালিক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন- শারদোৎসবের আবহে জমজমাট দিঘা! জগন্নাথ ধামের পাশাপাশি নজর কাড়বে ISKCON-এর মন্দির

Death Murshidabad