Durgapuja 2025: শারদোৎসবের আবহে জমজমাট দিঘা! জগন্নাথ ধামের পাশাপাশি নজর কাড়বে ISKCON-এর মন্দির

Mayapur ISKCON: আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দিকে দিকে মণ্ডপ তৈরির কাজে এখন তুমুল ব্যস্ততা।

Mayapur ISKCON: আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দিকে দিকে মণ্ডপ তৈরির কাজে এখন তুমুল ব্যস্ততা।

author-image
Debanjana Maity
New Update
Digha Durga Puja pandal Mayapur ISKCON model  ,Durga Puja pandal inspired by Mayapur ISKCON temple,  Mayapur ISKCON theme puja pandal Digha  ,Durga Puja pandal replica of ISKCON Temple Mayapur,  Digha Sarbajanin Puja pandal ISKCON Mayapur design,Durgapuja 2025, দিঘা দুর্গা পুজো মণ্ডপ মায়াপুর ইসকন মডেল,  মায়াপুর ইসকন মন্দির অনুকরণে দিঘা পুজোমণ্ডপ,  ইসকন মায়াপুর থিম দুর্গা পুজো দিঘা,  দিঘার সার্বজনীন পূজা মণ্ডপ ইসকন প্রতিকৃতি  ,মায়াপুর ইসকন মডেলের পুজোমণ্ডপ দিঘা

Durgapuja 2025: সেজে উঠছে সুবিশাল মণ্ডপ।

শারদোৎসবের আবহে জমজমাট রাজ্যের সৈকত নগরী দিঘা। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহরের অন্যতম পুরনো পুজোগুলোর একটি দিঘা সর্বজনীনের পুজো। এবার দিঘার এই বড় পুজোর থিম মায়াপুরের ইসকনের মন্দির।

Advertisment

দিঘা সর্বজনীনের দুর্গাপুজো এই বছর পা দিল ৭৯তম বছরে। এই ৭৯তম বছরে সৈকত নগরীর এই বড় পুজোর থিম মায়াপুরের ইসকনের মন্দির। নদিয়ার মায়াপুর ইসকনের মন্দিরের আদলেই তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। সঙ্গে থাকছে তাকলাগানো আলোকসজ্জা। পুজোকর্তাদের দাবি, এবারের পুজোয় তাদের মণ্ডপে ঢল নামবে দর্শনার্থীদের। এমনিতেই বছরভর রাজ্যের এই সৈকত শহরে পর্যটকদের ভিড় লেগেই থাকে।

আরও পড়ুন- BJP-TMC:বিরাট বিজয় BJP-র! তৃণমূলকে ফুৎকারে উড়িয়ে 'বিরাট সেলিব্রেশন' গেরুয়া দলের

Advertisment

গত কয়েক মাসে সেই ভিড় আরও বেড়ে গিয়েছে জগন্নাথ ধামের সৌজন্যে। ওল্ড দিঘায় সমুদ্রপাড়ের সবচেয়ে প্রাচীন এই পুজোকমিটির মণ্ডপে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। মণ্ডপসজ্জার কাজ চলছে জোরকদমে। কাছেই রয়েছে দিঘার জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে আসা ভক্তরা মাঝেমধ্যেই ঢুঁ মারছেন বিশাল এই মণ্ডপের সজ্জা দেখতে।

আরও পড়ুন-West Bengal live news Live Updates:বছর ঘুরলেই ভোট, সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে তৎপর অভিষেক, ফের বৈঠক জেলার নেতাদের নিয়ে

পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা রামনগর ১ নম্বর ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। তিনি জানিয়েছেন, এখানে মায়াপুরের ইসকনের মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এবার পুজোয় দিঘায় এলে ভক্ত তথা দর্শনার্থীদের কাছে জগন্নাথ ধামের পাশাপাশি বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তাঁদের এই ইসকনের মন্দির। 

আরও পড়ুন-Sonarpur News: ট্রেনে চুরিতে 'হাতেখড়ি', এবার নজর ব্যাঙ্কেও, দলবল নিয়ে চলত রেইকি, শেষমেশ জালে রাবিয়া

সুবিশাল এই মণ্ডপে থাকছে নজরকাড়া আলোকসজ্জা। অন্যান্য বছরের মতোই এবারও দুর্গাপুজো উপলক্ষে এক ব্যাপক কর্মযজ্ঞের আয়োজন করেছে এই ক্লাব। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে তাদের এক গুচ্ছ সব কর্মসূচি। দিঘা শহরের তাবড় বিশিষ্ট ব্যক্তিত্বরা এই পুজোর সঙ্গে যুক্ত। এবারও পূর্ব মেদিনীপুর জেলায় তাদের পুজো রীতিমতো তাক লাগিয়ে দেবে বলে আশাবাদী পুজো কর্তারা।

Durga Puja 2025