Murshidabad News: ডোমকলে নববধূর রহস্যমৃত্যু, বিয়ের পর থেকেই চলছিল নির্যাতন

Domestic violence: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মৃতের পরিবারের তরফে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Domestic violence: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মৃতের পরিবারের তরফে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

author-image
Gopal Thakur
New Update
ডোমকল,  নববধূ রহস্যমৃত্যু  ,মানসিক ও শারীরিক নির্যাতন,  যৌতুক অভিযোগ  ,সংসারের নির্যাতন  ,মুর্শিদাবাদ ঘটনাপ্রবাহ,  সাবেনা খাতুন মৃত্যু,Dowry harassment  ,Domestic violence  ,Married woman death  ,Mental abuse,  Physical abuse  ,Suspicious death after marriage,  Bride suicide,  In‐laws abuse,  Marital cruelty,  Police investigation

domkol Police Station: ডোমকল থানা।

মুর্শিদাবাদের ডোমকলে নববধূর চাঞ্চল্যকর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক বিবাহিত তরুণীর। মৃতের নাম সাবেনা খাতুন (২২), নদিয়ার থানারপাড়া থানার ঘোড়াদহ গ্রামের বাসিন্দা এনাফুল খানের মেয়ে। প্রায় দুই বছর আগে তাঁর বিয়ে হয়েছিল ডোমকল থানার আমিনাবাদ গ্রামের রাজেশ মণ্ডলের সঙ্গে।

Advertisment

পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের সমস্ত দাবি পূরণ করা হলেও পরবর্তীতে আবারও অতিরিক্ত টাকার দাবি জানানো হয় এবং শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।

আরও পড়ুন- Suvendu Adhikari:মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ মমতার, শুভেন্দু বললেন ‘গণতন্ত্র বিপন্ন’, দিলেন চরম হুঁশিয়ারি

Advertisment

শনিবার সকালে সাবেনার মায়ের কাছে ফোন আসে শ্বশুরবাড়ি থেকে — “আপনার মেয়েকে নিয়ে যান।” কিছুক্ষণের মধ্যেই জামাই ভিডিও কলে দেখায় যে সাবেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাবেনাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Bengali News Today Death Domkol