/indian-express-bangla/media/media_files/2025/06/20/mamata-suvendu-2025-06-20-09-05-04.jpg)
Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করেছেন তা রীতিমতো বিপজ্জনক বলে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে রীতিমতো ডেডলাইন বেধে দিয়ে হুঁশিয়ারি রাজ্য BJP-র অন্যতম শীর্ষ নেতার।
গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, "তাঁর ( মনোজ আগারওয়াল ) বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সময় হলে সব বলব। আশা করি তিনি বেড়ে খেলবেন না। আমার অফিসারদের থ্রেট করছেন।"
আরও পড়ুন- Heavy Rain:বেলা বাড়তেই কলকাতা কাঁপিয়ে প্রবল ঝড়-বৃষ্টি! মুহূর্তে ফিরল দিন কয়েকে আগের ভয়াল অভিজ্ঞতা!
এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে যারপরনাই চটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী বলেছেন বেড়ে খেলবেন না। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেব। মুখ্যমন্ত্রী CEO মনোজ আগারওয়ালকে আক্রমণ করেছেন। যে ভাষায় তিনি আক্রমণ করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কী প্রমাণ আছে? কী ধরনের দুর্নীতির অভিযোগ করছেন তা যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব SIR নিয়ে ভয় পেয়েছেন। কী প্রমাণ আছে মুখ্যমন্ত্রীর কাছে? আমরা জানতে চাই।"
আরও পড়ুন-সপ্তাহান্তে চরম দুর্ভোগ, বন্ধ থাকবে শহর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু, বিরাট ভোগান্তির আশঙ্কা
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর পরিষদবর্গের বড় অংশ দুর্নীতিতে ডুবে। CEO-এর নাম প্রস্তাব করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রথমে জুনিয়র অফিসারদের নাম পাঠান। কমিশন গ্রহণ না করায় পরে সিনিয়রদের নাম দেন মুখ্যমন্ত্রী। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। সোমবারের মধ্যে CEO-র বিরুদ্ধে কী অভিযোগ না জানালে মুখ্যমন্ত্রীর পারিষদদের দুর্নীতি প্রকাশ করব।"
আরও পড়ুন-পুলিশ পিটিয়ে আসামী ছিনতাই, তৃণমূল নেতার 'বাহুবলী অ্যাকশন', হুলস্থূল কাণ্ডে বিরাট গ্রেফতারি