/indian-express-bangla/media/media_files/2025/05/05/DUZ0e3ryy3w3PgxZUD0p.jpg)
Murshidabad News: সকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকায়।
Hargobinda Das-Chandan Das: আগামিকাল হিংসা বিধ্বস্ত সামশেরগঞ্জ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সামশেরগঞ্জের জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ির ভাঙা দরজা পালটে নতুন দরজা লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।
এই ঘটনার পর পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখায় স্থানীয়রা। অভিযোগ, রাতের অন্ধকারে দাস-বাড়ির একটি দরজার তালা ভেঙে বাড়িতে ঢোকে কয়েকজন। ওই বাড়ির ভাঙা দরজা পালটে নতুন দরজা লাগানো হয়। পুলিশই এই কাজ করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। উল্লেখ্য, সামশেরগঞ্জে সাম্প্রদায়িক হিংসা চরমে উঠেছিল। জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতী।
ওই বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গৃহকর্তা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। নারকীয় এই হত্যাকাণ্ড নিয়ে ঝড় বয়ে যায়। তদন্তে নেমে নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এখনও তদন্ত জারি রয়েছে।
এদিকে, সোমবারই মুর্শিদাবাদ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদ সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "শান্তি ফেরার পর মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আরও পড়ুন- Dilip Ghosh: 'উনি ইমামদের ডেকে মিটিং করলেন, সম্মানিত করলেন', মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কী বললেন দিলীপ?
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই যাওয়া উচিত। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকব। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে। আগামিকাল ধুলিয়ান, সুতি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা ওখানে আসবেন তাদের রাজ্যের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। ধুলিয়ানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করব।"