/indian-express-bangla/media/media_files/2024/11/29/y5tHufbSYMXBaFgGzvGw.jpg)
সব আশা শেষ? জামিন মিললেও বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের জেলমুক্তির সম্ভাবনা বিশ বাঁও জলে!
Latest Kolkata News Live Update: বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আবারও গ্রেফতার করা হল। কয়েকদিন আগেই তিনি একটি মামলায় জামিন পেয়েছিলেন। কিন্তু এবার নতুন করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিল চট্টগ্রামের আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফুল ইসলাম হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে উল্লেখযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। যদিও এ বিষয়ে চিন্ময় দাস বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তাঁর অনুগামীদের দাবি, এটি রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষমূলক হয়রানি ছাড়া কিছুই নয়।
কলকাতা শহরে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উল্টোডাঙা উড়ালপুল। হেলমেট ছাড়াই চার যুবক ঝড়ের গতিতে বাইক ছোটাচ্ছিল উল্টোডাঙা উড়ালপুল ধরে। নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি রোডগামী রাম্পের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইক। চারজনই ছিটকে পড়ে বাইক থেকে। ঘটনাস্থলের কাছে থাকা পুলিশকর্মীরাই চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সংবাদমাধ্যম সূত্রে খবর, জখম চারজনের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। বাকি দু'জনের অবস্থাও আশঙ্কাজনক। মৃত ও আহত যুবকরা কলকাতার বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে হিংসার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ জেলার দিকে-দিকে। সেই ঘটনার পর এই প্রথম মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল মঙ্গলবার সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক সভা করবেন তিনি। সেই সভামঞ্চ থেকেই একগুচ্ছ প্রকল্পে শিলান্যাস ও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ওই সভামঞ্চেই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাঁর। তাঁদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
May 05, 2025 16:01 IST
Kolkata News Live Updates:মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে হিংসার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ জেলার দিকে-দিকে। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার (Murshidabad Violence) পর এই প্রথম সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর দাবি, প্ল্যান করেই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসা ঘটানো হয়েছে। শুধু তাই নয়, এর পেছনে ষড়যন্ত্র আছে বলেও আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি মুর্শিদাবাদের হিংসায় ফের একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের শাসকদল BJP।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'প্ল্যান করে সব হয়েছে, ধর্মের নামে অশান্তি', মুর্শিদাবাদের হিংসা নিয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর
-
May 05, 2025 15:01 IST
Kolkata News Live Updates:'জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা কেন?', প্রশ্ন মমতার
দিঘার জগন্নাথ ধাম নিয়ে রেগে কাঁই ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ ধাম কর্তৃপক্ষকে রীতিমতো চিঠি লিখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ওড়িশা প্রশাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার দিঘার জগন্নাথ ধামে বিগ্রহ নির্মাণের জন্য ওড়িশা থেকে নিম কাঠ চুরির অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দুর সেই তোপের এবার পাল্টা কড়া জবাব মুখ্যমন্ত্রীর।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'আমি নিমকাঠ চুরি করেছি? জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা কেন?', রেগে আগুন মমতা
-
May 05, 2025 12:42 IST
Kolkata News Live Updates:মাঝরাতে জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে কারা?
আগামিকাল হিংসা বিধ্বস্ত সামশেরগঞ্জ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে
সামশেরগঞ্জের জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ির ভাঙা দরজা পালটে নতুন দরজা লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।বিস্তারিত পড়ুন- Murshidabad: মাঝরাতে জাফরাবাদে হিংসায় নিহত বাবা-ছেলের বাড়িতে কারা? ব্যাপক হুলস্থূল এলাকায়
-
May 05, 2025 12:10 IST
Kolkata News Live Updates:বড়সড় সিদ্ধান্ত নিয়েই নিল ভারত
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। এবার বড় সিদ্ধান্ত নিয়েই নিল ভারত। পাকিস্তানের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বেলুচিস্তান টাইমস’ এবং ‘বেলুচিস্তান পোস্ট’-এর এক্স অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। প্রশাসনের দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভারতবিরোধী ও উস্কানিমূলক প্রচার চালাচ্ছিল।
-
May 05, 2025 12:09 IST
Kolkata News Live Updates:রাজনাথের বার্তায় ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত?
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লিতে জোরালো পদক্ষেপের শক্তিশালী বার্তা দিয়ে বলেন, “যারা ভারতকে আঘাত করার সাহস করে, তাদের উপযুক্ত জবাব দেওয়া আমাদের দায়িত্ব।”
-
May 05, 2025 12:08 IST
Kolkata News Live Updates:আজ সুপ্রিম কোর্টের ওয়াকফ মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টের ওয়াকফ মামলার শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হবে এই শুনানি। এই নয়া সংশোধনী আইন একগুচ্ছ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। রাজ্য থেকেও সর্বোচ্চ আদালতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শাসকদল তৃণমূলের পাশাপাশি ISF-বামেদের তরফেও ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি হবে। নয়া সংশোধনী এই আইন নিয়ে আজ শীর্ষ আদালত কী জানায় নজর থাকবে সেদিকে।
-
May 05, 2025 11:39 IST
Kolkata News Live Updates:ফের চর্চায় দিলীপ!
আবারও চর্চায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত কয়েকদিন ধরেই ডাকাবুকো এই BJP নেতাকে নিয়ে নানা রকমের জল্পনা ছড়িয়েছে। দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ ধামের (Digha Jagannath Dham) উদ্বোধনে যাওয়া নিয়ে বঙ্গ বিজেপিতে তোলপাড় পড়ে গিয়েছে। এই পাশাপাশি তার সাম্প্রতিকতম কিছু মন্তব্যেও রেগে কাঁই সুকান্ত-শুভেন্দু থেকে শুরু করে সৌমিত্র-অনুপমরা। যদিও প্রকাশ্যে সেভাবে দিলীপের বিরুদ্ধে দু'একজন ছাড়া কেউ মুখ খোলেননি। তবে দিলীপ আছেন দিলীপেই। সোমবার ফের যেন সে কথাই বোঝানোর চেষ্টায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। আবারও দিলীপ ঘোষের আগুনে নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'উনি ইমামদের ডেকে মিটিং করলেন, সম্মানিত করলেন', মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কী বললেন দিলীপ?
-
May 05, 2025 10:57 IST
Kolkata News Live Updates:মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করার মারধর
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বয়েরসিং গ্রামে অবৈধভাবে মাদক বিক্রি করার প্রতিবাদ জানায় আব্দুল হান্নান আকন্দ নামে এক ব্যক্তি। অভিযোগ দীর্ঘদিন ধরে সাইফুদ্দিন গাজী ও তার পরিবার এলাকায় মাদ ক বিক্রি করে সেই ঘটনায় তিনি ও তার পরিবার প্রতিবাদ করেছিলেন। এরপরে সাইফুদ্দিন গাজীর সহ তার পরিবারের লোকজন আব্দুল হান্নান আকন্দের পরিবারের উপরে কোদালের বাট, কিল, ঘুসি মারে এছাড়াও তাদের দোকানে ভাঙচুর চালায় এমনকি দোকানে থাকা নগদ প্রায় দশ হাজার টাকা নিয়ে পালায় বলে অভিযোগ।
-
May 05, 2025 10:35 IST
Kolkata News Live Updates:প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও
আজ বিকেলেও ঝড়-বৃষ্টির জোরালো পূর্বাভাস জেলায়-জেলায়। উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের সম্ভাবনা সর্বত্র। আগামী কয়েকদিনে গরম কিছুটা বাড়লেও দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। ঝড়-জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today:বিকেলেই আছড়ে পড়বে কালবৈশাখী! প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও
-
May 05, 2025 10:31 IST
Kolkata News Live Updates: রক্ষকই ভক্ষক?
ফের উঠল পুলিশি নির্যাতনের অভিযোগ। এবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে মারধর-সহ মিথ্যা মামলায় ফাঁসানো ও কু-প্রস্তাব দেওয়ার বিস্ফোরক অভিযোগ আনলেন এক বধূ। শুধু অভিযোগ আনাই নয়, ঘটনার বিহিত চেয়ে ওই মহিলা জেলার পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছেন। যদিও বধূর আনা এমন অভিযোগের বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা পুলিশের কোনও শীর্ষকর্তা।
বিস্তারিত পড়ুন- purba bardhaman news: রক্ষকই ভক্ষক? শ্বশুরবাড়িতে নির্যাতিতা বধূকে অশালীন প্রস্তাবের অভিযোগ পুলিশকর্তার বিরুদ্ধেই