জিয়াগঞ্জে সপরিবার স্কুল শিক্ষক খুনের তদন্ত ক্রমশ জটিল আকার নিচ্ছে। শনিবার নিহত স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বাবা ও ঘনিষ্ঠ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, বন্ধুপ্রকাশের বাবা অমর পালের দুটি বিয়ে। অমর পালের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান বন্ধুপ্রকাশ। তাঁর সঙ্গে অমরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর অতীতে সম্পত্তি সংক্রান্ত বিবাদ বেঁধেছিল। এমনকী, এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। অন্যদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নোট ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই নোটটি বন্ধুপ্রকাশের স্ত্রী বিউটির লেখা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই দু’পাতার নোট দেখে পুলিশের অনুমান, বন্ধুপ্রকাশ ও তাঁর স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল। ফলে এক্ষেত্রে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্বও সামনে আসছে।
সূত্রের খবর, ওই নোটে উল্লেখ করা হয়েছে, “আমি যেটা পারিনি, তোমার ভালো বউ সেটা দেবে’’। এক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বিয়ে করে বিউটি সুখী হওয়ার 'পরামর্শ' দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। এই নোটের সূত্র ধরেই বন্ধুপ্রকাশের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও নিহতের এক আত্মীয়ের দাবি, ‘‘বিউটির হাতের লেখা বলে যেটা প্রমাণ করার চেষ্টা চলছে, সেটা একেবারেই ঠিক নয়। কেউ খুনের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই নোট রেখে গিয়েছে। সঠিক তদন্ত করলেই সবটা স্পষ্ট হয়ে যাবে’’।
আরও পড়ুন: বন্ধুর ‘অভিশপ্ত বাড়ির’ দিকে তাকাচ্ছেন না আতঙ্কিত প্রতিবেশীরা
দাবি করা হচ্ছে, এটিই সেই নোট। তবে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এর সত্যাসত্য বিচার করেনি।
আরও পড়ুন: জিয়াগঞ্জকাণ্ড: ‘বন্ধু শুধু আমাদের, আর কারোর নয়’
বন্ধুপ্রকাশের বাবা অমর পালের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বন্ধু শৌভিক বণিককেও এদিন আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, কয়েক বছর আগে শৌভিকের সঙ্গে ব্যবসায়িক কারণে আর্থিক লেনদেন হয়েছিল বন্ধুপ্রকাশের। এ নিয়ে দু’জনের মধ্যে বিবাদও বেঁধেছিল বলে খবর। এ ব্যাপারে বিশদে জানতে শৌভিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। এদিকে, এ ঘটনার তদন্তে যোগ দিয়েছে সিআইডিও।
অন্যদিকে, জিয়াগঞ্জকাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। নিহত বন্ধুপ্রকাশকে আরএসএস কর্মী বলে দাবি করে এই খুনের ঘটনার বিচার চেয়ে আসরে নেমেছে গেরুয়াবাহিনী। খুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেনও। রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।