/indian-express-bangla/media/media_files/2025/04/23/3fUb3Sx8ibTZL2TWktUN.jpeg)
Adhir Ranjan Chowdhury: অধীর রঞ্জন চৌধুরী।
West Bengal Politics: বুধবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ শংকর মালাকার। ঠিক ওই দিনেই মুর্শিদাবাদে 'মাস্টারস্ট্রোক' প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর। প্রচুর কর্মী সমর্থক-সহ জেলার তাবড় তৃণমূল নেতাকে আবারও কংগ্রেসে ফেরালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।
বুধবার বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরেছেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা কার্তিক সাহা। কার্তিকের সঙ্গেই বহরমপুরের একাধিক ওয়ার্ডের বহু তৃণমূল কর্মী-সমর্থক এদিন কংগ্রেসে যোগদান করেছেন। বহরমপুরের কংগ্রেস কার্যালয়ে তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন অধীর চৌধুরী।
মুর্শিদাবাদের কার্তিক সাহা এর আগেও কংগ্রেসে ছিলেন। ২০২২ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পরেই কার্তিককে 'বড় পদ'ও দিয়েছিল জোড়াফুল নেতৃত্ব। তবে এবার আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে খেলা ঘোরালেন অধীর চৌধুরী। অন্তত বহরমপুরে তৃণমূলের কোমর ভাঙলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।
আরও পড়ুন- North Bengal: উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামলাতে দুরন্ত তৎপরতা নবান্নের, কাজে নেমে পড়ল বিশেষ দল
এদিকে বুধবারই উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত শংকর মালাকার আজই যোগ দিয়েছেন তৃণমূলে। ৭০ বছর বয়সি শংকর মালাকারের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরেই। উত্তরবঙ্গে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সাল থেকে টানা ২০২১ সাল পর্যন্ত ১০ বছর ওই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন শংকর মালাকার।
উত্তরবঙ্গের কংগ্রেসি রাজনীতিতে শংকর মালাকারের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। ২০ বছর ধরে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন শংকর মালাকার। স্বাভাবিকভাবেই দাপুটে এই রাজনীতিবিদের দলবদলের জেরে উত্তরবঙ্গে কংগ্রেস বড়সড় ধাক্কা খেল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। বুধবার তৃণমূলে যোগ দিয়ে শংকর মালাকার বলেছেন, "BJP-র সঙ্গে লড়াই করতে হলে কংগ্রেসে থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল, উত্তরবঙ্গে যে ছারখার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। ১০ বছর বিরোধী দলে থেকে মানুষের সেবা করতে পারিনি, পরিষেবাও যেতে পারিনি। শাসকদলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না।"
আরও পড়ুন- Congress-TMC: বাংলায় বিরাট ধাক্কা কংগ্রেসে! হাত ছেড়ে ডাকাবুকো এই নেতা এবার কোন দলে জানেন?