/indian-express-bangla/media/media_files/2025/05/31/Lox0Zaa4AcffX0E64XSw.jpg)
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
Disaster Management:ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নাস্তানাবুদ পাহাড়ি রাজ্য সিকিম (Sikkim)। পড়সি রাজ্যে একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলোও ফুঁসছে। অন্যদিকে, দফায় দফায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায়। ঠিক এই আবহে বড়সড় কোনও প্রাকৃতিক দুর্যোগ সামলাতে এবার প্রশাসনকে আগেভাগে তৈরি থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি সামাল দিতে এবার পাঁচ আইএএস অফিসারকে নিয়ে বিশেষ দল তৈরি করল নবান্ন।
উত্তরবঙ্গ দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। পড়শি সিকিমের পাহাড়েও টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সিকিমের দিকে দিকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে সেই রাজ্যের প্রশাসন।
ইতিমধ্যেই উত্তরবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ পরিস্থিতি নিতে পারে বলে আশঙ্কা করছে নবান্ন। পরিস্থিতি সামলাতে এবার পাঁচ আইএএস অফিসারকে নিয়ে আট জনের বিশেষ একটি দল তৈরি করে দিয়েছে নবান্ন। বিশেষ সেই দলে রয়েছেন রাজ্যের দুই দপ্তরের তিন চিফ ইঞ্জিনিয়ারও।
৮ জনের এই দল উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতির দিকে নজরদারি চালাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এই আটজনের দলটি নবান্নের শীর্ষকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করে পরিস্থিতি সামলাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের থেকে তথ্য নিচ্ছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সময় অনুযায়ী পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- Poison: 'বিষ'-এর স্বাদ কেমন? উত্তর জানতে শেষমেশ জীবনের বলি দিল নাবালক!