/indian-express-bangla/media/media_files/2025/06/03/vEzy5WGeWqvRHEDH0iqB.jpg)
Murshidabad Murder: নৃশংস খুনের তদন্তে পুলিশ।
Girl's body found in Raghunathganj:মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানিনগর থেকে এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে রানিনগরে চাষের জমি থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। খুন বলেই সন্দেহ এলাকাবাসীর। তবে কে বা কারা এর পিছনে যুক্ত তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে ফের একবার প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জে নিহত ওই তরুণীর বাড়ি সামসেরগঞ্জের মহিষাস্থলীতে। স্থানীয় লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করত ওই তরুণী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেশ কিছুদিন থেকে রঘুনাথগঞ্জের রানিনগরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল ওই কিশোরী।
সোমবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে। তবে তারপর থেকে তার আর খোঁজ মিলছিল না। বিকেল থেকে বহু খোঁজাখুঁজির পরেও কিশোরীর সন্ধান না মেলায় ঘোরতর উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার পরিবারের সদস্যরা। গতরাতে সামসেরগঞ্জ থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এরপর আজ সকালেই রঘুনাথগঞ্জের রানিনগরের একটি চাষের জমি থেকে ওই কিশোরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
কিশোরীর গলার নলি কাটা ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই কিশোরীকে খুন করা হয়েছে বলেই একপ্রকার নিশ্চিত পুলিশ। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্তের কাজ এগোচ্ছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মেয়েটির বন্ধুবান্ধব থেকে শুরু করে পরিচিতদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- SSC Recruitment: SSC-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তিতেও 'জোরালো জট', হাইকোর্টে মামলা দায়ের