/indian-express-bangla/media/media_files/2025/06/04/I4bQasdntqq2nDEoku6p.jpg)
Bangladeshi infiltrators arrested: গ্রেফতার হওয়ার পর সেই বাংলাদেশি যুবক।
Raninagar illegal immigration:আবারও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার মুর্শিদাবাদের রানিনগর থেকে গ্রেফতার করা হল বাংলাদেশি মাহফুজ শেখ নামে ওই যুবককে। বেআইনিভাবে কোনওভাবে BSF-এর চোখ ফাঁকি দিয়ে এদেশে ঢুকে পড়ে ওই যুবক। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে দফায় দফায় জেরা চলছে। এদেশে ঢোকার পিছনে তার অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
গত কয়েক মাসে এ রাজ্যের কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। বাংলাদেশে অস্থির পরিস্থিতির সুযোগে সে দেশ থেকে বেআইনিভাবে অনেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন। খোদ স্বরাষ্ট্র মন্ত্রক এব্যাপারে যথেষ্ট সতর্ক। অমিত শাহের মন্ত্রক থেকেই অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে BSF-কে।
সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ প্রশাসনকেও অনুপ্রবেশের মত ঘটনা রুখতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এবার মুর্শিদাবাদের রানিনগরে গ্রেফতার বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মাফুজ শেখ। সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে সে।
ভারতে ঢুকতে সে কোন রাস্তা ব্যবহার করেছিল এবং সে কে বা কারা তাকে এই কাজে সাহায্য করেছে তা জানতে তাকে দফায় দফায় জেরা করছে পুলিশ। ভারতে ঢোকার পেছনে তার অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তাও জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Satellite Transponder: ইসরোর দুরন্ত প্রযুক্তি এবার কাকদ্বীপে! সুরক্ষায় এবার নজিরবিহীন পদক্ষেপ