Mamata Banerjee: 'সঠিক সময়েই মুর্শিদাবাদে যাব', বললেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালকেও বিশেষ অনুরোধ মমতার

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে চলা তুমুল বিক্ষোভ সাম্প্রদায়িক অশান্তির রূপ নেয় মুর্শিদাবাদ জেলায়। বেপরোয়াভাবে সরকারি-বেসরকারি সম্পত্তি ভেঙে চুরমার করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে চলা তুমুল বিক্ষোভ সাম্প্রদায়িক অশান্তির রূপ নেয় মুর্শিদাবাদ জেলায়। বেপরোয়াভাবে সরকারি-বেসরকারি সম্পত্তি ভেঙে চুরমার করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
WB government Bratya Bose Governor CV Anand Bose Report card on vc appointment , পশ্চিমবঙ্গ সরকার ব্রাত্য বসু রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের রিপোর্ট কার্ড

CV Ananda Bose & Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোস।

Waqf Protest: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে হিংসার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদে। তিনজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো রাজ্য পুলিশের সঙ্গেই গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন হিংসা বিধ্বস্ত এলাকায় টহল দিচ্ছে আধাসেনা ও পুলিশ। আগের চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এখনই মুর্শিদাবাদে যাওয়ার ইচ্ছা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপাল মুর্শিদাবাদ যেতে চান শুনে তাঁকেও এখনই না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। সেই কাজটিই আগে করতে হবে। সেই কাজই এখন প্রশাসন করছে। আমিও তো যেতে পারতাম, যাচ্ছি না কেন? তার একটা কারণ আছে। আমি গেলে অন্যরাও বলবে তাঁরা কেন যেতে পারবেন না! আমি ঠিক সময়ে মুর্শিদাবাদে যাব।" রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদে যেতে চান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "আমি অনুরোধ করব রাজ্যপাল-সহ বাকিদের, যাতে তাঁরা আরও কিছুদিন অপেক্ষা করেন। আগে ওদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসুক। কেউ-কেউ বাইরে থেকে এসে অত্যাচার করেছে। তার মধ্যে পোশাকধারীও আছে।" 

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি ঘটেছে। তবে সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে মুর্শিদাবাদে। বাংলাদেশ সীমান্তবর্তী ওই জেলার জঙ্গিপুর থেকে শুরু করে উধমপুর, সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছিল হিংসার আগুন। ওয়াকফ-প্রতিবাদ রূপ নিয়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষের। নির্বিচারে সরকারি-বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। দোকান-বাজার পুড়ে ছাই হয়েছে। তিনজনের প্রাণহানি পর্যন্ত ঘটেছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: 'আপনাকে ভরসা করে আর কত ঠকবে মানুষ?', মুখ্যমন্ত্রীকে তুলোধনা সুকান্তর

তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থেকে মুর্শিদাবাদে ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করেছে। রাজ্য পুলিশের সঙ্গেই মুর্শিদাবাদের অশান্তিপ্রবণ এলাকাগুলিতে টহলদারি করছে আধাসেনা। গত কয়েকদিনে তেমন বড় কোনও অশান্তির খবর মেলেনি। রাজ্য পুলিশের শীর্ষকর্তারাও জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee: 'যোগ্য'দের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ায় 'ছাড়' সুপ্রিম কোর্টের, 'বড় স্বস্তির খবর', বললেন মমতা

এদিকে, মুর্শিদাবাদে হিংসার কারণে ঘরছাড়াদের নিয়ে এবার রাজভবনে গিয়েছিলেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যারা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তাঁদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় স্থায়ীভাবে BSF ক্যাম্প তৈরির দাবি সুকান্ত মজুমদারের। রাজ্যপাল মুর্শিদাবাদে যেতে চান, তবে এক্ষেত্রে একটু সময় নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "উনি তো সেকুলারিজমের বড় নেত্রী। রাজ্যপালকে বারণ করছেন কেন? উনি কি লুকোতে চান কিছু?" মুখ্যমন্ত্রী আজ ফের একবার তাঁর উপরে ভরসা রাখার কথা বলেছেন, এপ্রসঙ্গেও তাঁকে রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "'আপনাকে ভরসা করে আর কত ঠকবে মানুষ?'।

আরও পড়ুন- Mamata Banerjee: বঙ্গে টিমটিম করে জ্বলছে কংগ্রেস, ওয়াকফ-সংঘর্ষে সেই দলকেই কেন প্রাসঙ্গিক করলেন মমতা?

CM Mamata banerjee cv ananda bose Waqf bill Murshidabad Violence