mysterious needles:যুবকের শরীরে গুচ্ছ-গুচ্ছ রহস্যজনক সুচ, 'কালাজাদু' আতঙ্ক পরিবারের! টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর

black magic fear: প্রবল আতঙ্কে রয়েছে যুবকের পরিবার। বিষয়টি জেনে হতবাক স্বাস্থ্য দফতরও। যুবকের বাড়িতে পাঠানো হচ্ছে বিশেষ টিম।

black magic fear: প্রবল আতঙ্কে রয়েছে যুবকের পরিবার। বিষয়টি জেনে হতবাক স্বাস্থ্য দফতরও। যুবকের বাড়িতে পাঠানো হচ্ছে বিশেষ টিম।

author-image
Madhumita Dey
New Update
mysterious needles,  black magic fear,  Malda,  Kaliachak  ,Sultanpur/Sultanganj  ,Haidar Ali  ,health department team,  medical mystery  ,science forum,  family panic,রহস্যজনক সুচ  ,কালাজাদু আতঙ্ক,  মালদা  ,কালিয়াচক  ,সুলতানগঞ্জ,  হায়দার আলি,  স্বাস্থ্য দফতর,  চিকিৎসা রহস্য  ,বিজ্ঞান মঞ্চ,  পরিবার আতঙ্ক

Malda News: ছবির বাঁদিকে, এক্স-রে প্লেটে জ্বলজ্বল করছে সুচের ছবি। ডানদিকে, সেই যুবক।

অবিশ্বাস্য ! ভাবতেই যেন গা শিউরে উঠছে। জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সুচ বা সিরিঞ্জ। গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সুচগুলি। মানব শরীরে এই সুচ কাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া-প্রতিবেশীরা। 

Advertisment

অলৌকিক? না কালা জাদু? না চিকিৎসা বিজ্ঞানের কোনও অংশ? যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের।

বিজ্ঞান মঞ্চের এক সদস্য বলেন, "কালা জাদু বলে কিছু হয় না, আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।"  মালদার কালিয়াচকের  সুলতানগঞ্জ এর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক হায়দার আলি (২৭)।

Advertisment

আরও পড়ুন- Birbhum News:দুই তৃণমূল কর্মী খুন, দোষী কংগ্রেস ও সিপিএম কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ড

ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য, "কয়েক মাস আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট ৩৭টি সুচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল। সেই সুচ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন।"

আরও পড়ুন-Adhir Chowdhury:'৫০০, হাজার টাকায় ওয়াকফ সম্পত্তি ভাড়া', বিস্ফোরক অধীর! বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত বাড়ির ঘটিবটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি। আর সম্ভব হচ্ছে না। পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কীভাবে স্বামীর শরীরে সুচ তৈরি হচ্ছে জানি না। আমাদের মনে হচ্ছে কালাজাদু করেই স্বামীকে কেউ সুচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনও উপায় নেই।"

Malda Bengali News Today