/indian-express-bangla/media/media_files/2025/07/16/adhir-2025-07-16-19-57-28.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
Adhir Chowdhury:আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নিশানায় তৃণমূল শাসিত রাজ্য সরকার। ফের একবার ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুর চড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা। ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে কলকাতায় বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি বহরমপুরের প্রাক্তন সাংসদের।
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে কলকাতায় আন্দোলন করব। ওয়াকফ আইনের বিরুদ্ধে কংগ্রেস দেশজুড়ে আন্দোলন করছে।"
তিনি বলেন, "এবার মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা কলকাতায় আন্দোলন করব। ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনে পুলিশি জুলুমের তীব্র নিন্দা করছি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি, এই রাজ্যের ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক।"
আরও পড়ুন- road accident:মর্মান্তিক দুর্ঘটনায় পরপর মৃত্যু! হাসপাতালে আর্তনাদ, হাহাকার!
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে ১ লক্ষ ৪৮ হাজার ২৪৭টি ওয়াকফ সম্পত্তি আছে। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুঠে খাওয়া হচ্ছে। সারা রাাজ্যে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো সব বেসরকারি হাতে চলে যাচ্ছে। সরকারি দলের নেতা-মন্ত্রী সেগুলো মেরে খাচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক। তা থেকে রোজগার নিয়েও শ্বেতপত্র প্রকাশিত হোক।"
প্রাক্তন সাংসদের কথায়, "টালিগঞ্জে যেখানে সিনেমা হয়, সেটা ওয়াকফ সম্পত্তি। রয়্যাল গল্ফ ক্লাব ওয়াকফ সম্পত্তি। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। এগুলো ৫০০-হাজার টাকায় ভাড়া দিয়েছে সরকার। কেন? তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে আন্দোলন করব।"