পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার সাঙ্কেতিক শব্দের রহস্য উন্মোচন করতে উঠেপড়ে লেগেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, এতেই তদন্ত নয়া মোড় নিতে চলেছে। উঠে আসছে বড় মাথার যোগ থাকার সম্ভাবনা। শীঘ্রই তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারে ইডি।
সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত করা নথিতে রয়েছে নানা সাঙ্কেতিক অক্ষর। সেই অক্ষরের রহস্যভেদ করতে বিশেষ তৎপর ইডি। 'সি এইচ', 'এসবি', 'এম এম', 'এ'- সহ একাধিক এই ধরনের সাংকেতিক অক্ষর বা শব্দের কয়েকটি ক্ষেত্রে রহস্যভেদও করে ফেলেছে তদন্তকারীরা।
আরও পড়ুন- ফের আটকে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কঠিন পদক্ষেপ! রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
সূত্রের খবর, এরপর ইডির নজরে রাজ্যের এক প্রভাবশালী রাজনীতিক। জানা গিয়েছে, ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় যে নথি বাজেয়াপ্ত করেছিল তাতেই ছিল একাধিক সাংকেতিক অক্ষর বা শব্দ। ইডি আধিকারিকরা সেই সঙ্কেতের রহস্যভেদ করতে সচেষ্ট হয়েছে। তাতেই উঠে এসেছে নতুন নাম।ইতিমধ্যে, বিভিন্ন পুরসভার বর্তমান ও প্রাক্তন পুরপতিদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তলব করা হয়েছিল পুরসভার আধিকারিক ও কর্মীদের। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে মূলত সুপারিশ করা হয়েছিল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, হেলপার, ড্রাইভার সহ বিভিন্ন পদে। ইডি সূত্রে খবর, সাংকেতিক অক্ষর বা শব্দের রহস্য উদঘাটন করার পরে ইডি আধিকারিকরা বুঝতে পারেন কিভাবে সুপারিশ করা হতো। এবার দু'জন প্রভাবশালী রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি আধিকারিকরা।
আরও পড়ুন- বিধানসভায় ঐতিহাসিক ‘শাস্তি’ শুভেন্দুকে! বেনজির ঘটনার সাক্ষী বাংলা
শিক্ষক নিয়োগ মামলায় ইডির হাতে অয়ন শীল গ্রেফতারের হওয়ার পরই রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি প্রকাশ পায়। তাঁরই সংস্থার মাধ্যমে বেআইনিভাবে মোট ১৪ টি পুরসভায় কর্মী নিয়োগ হয়েছিল বলে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শুধু তাই-ই নয়, এসব জায়গায় নিয়োগের নেপথ্যে বহু প্রভাবশালী নেতা-মন্ত্রীও জড়িত বলে তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে আসে বলে সূত্রের খবর। সেসব আরও বিস্তারিত জানার জন্য এসব পুরসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে সংশ্লিষ্ট পুরসভার আধিকারিকদের দফায় দফায় ডেকে পাঠানো হয় বলে সিবিআই সূত্রে খবর। তবে সবচেয়ে বেশি নজর কামারহাটি, টিটাগড় ও বরানগর পুরসভার দিকে। এই তিন পুরসভারই প্রাক্তন ও বর্তমান চেয়ারপার্সনদের ডেকে ইতিমধ্যেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।