Advertisment

RG Kar Case-Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, মেয়েদের রাত দখলের পর, এবার ছাত্র সমাজের নবান্ন অভিযান

Nabanna Abhijan: এদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া জুনিয়র ডাক্তারের সম্পর্কে “ভুল তথ্য” ছড়ানো বা “নির্যাতিতার ছবি বা পরিচয় প্রকাশ করার” অভিযোগে এখনও পর্যন্ত মোট ২৮০ জনকে নোটিস দিয়েছে কলকাতা পুলিশ। পড়ুয়া, ডাক্তার, ইউটিউবার এবং বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়ের দলের নেতারা, কে নেই তালিকায়! সেই তালিকা হাতে পেয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

author-image
Joyprakash Das
New Update
Nabanna Abhijan campaign called by student society to protest against RG Kar Incident, আরজি কর, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক।

RG Kar Incident-Nabanna Abhijan: সোশ্যাল মিডিয়ার আবেদনে আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে রাজ্যজুড়ে মেয়েদের রাত দখল অভিযানে রাস্তায় মানুষের ঢল নেমেছিল। প্রথম ঘোষণায় কলকাতার ৩টে জায়গার নাম উল্লেখ থাকলেও পরবর্তীতে কয়েকশো জায়গার নাম জুড়ে গিয়েছিল। এবার আরজি কর কাণ্ডে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এমনই ঘোষণা করা হয়েছে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী মঙ্গলবারের এই অভিযানে তিনি হাজির থাকবেন। পরবর্তীতে দেখা যায় শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী ফেসবুকে নবান্ন অভিযানের পোস্ট শেয়ার করেছেন।

Advertisment

এই পোস্টে লেখা হয়েছে, "উই ওয়ান্ট জাস্টিস। দফা এক, দাবি এক মমতার পদত্যাগ। আগামী ২৬ অগাস্টের মধ্যে পদত্যাগ না করলে ২৭ তারিখ নবান্ন চলো অভিযান। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে ১ জন করে আসার অহ্বান। কোনও অশান্তি নয় পাশে থাকুক পুলিশও। আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।"

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, "নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্ররা। আমি ব্যক্তিগত ভাবে সেখানে যাব। প্রতি বাড়ি থেকে একজনকে থাকার ডাক দিয়েছে। যে ডাকবে সমর্থন করব। বিজেপির পতাকা যেখানে থাকে সেখানে যাব। আর যেখানে অন্য পতাকা থাকবে সেখানে যাওয়ার কোনও কথা নেই। তবে পতাকা ছাড়া আন্দোলন হলে সেখানে থাকবো।"

আরও পড়ুন- RG Kar Protest: আরজি করে কর্মবিরতি ওঠার নামই নেই! নতুন করে কী জানালেন আন্দোলনরত চিকিৎসকরা?

আরও পড়ুন- RG Kar-Sandip Ghosh: ব্যবহৃত গ্লাভস-সরঞ্জাম বাংলাদেশে পাচার? সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! FIR, সিট গঠন

এর আগে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাকে ব্যাপক সাড়া পড়েছিল। সেদিন আবার আরজি কর মেডিক্যাল কলেজে হামলাও চলেছিল। ইতিমধ্যে কলকাতা পুলিশ থেকে হাইকোর্টের নির্দেশে চিকিৎসক খুনের তদন্ত হস্তান্তরিত হয়েছে সিবিআইয়ের হাতে। এখন আবার এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। অন্যদিকে কলকাতা পুলিশ আরজি করের সামগ্রী পাচার নিয়ে পৃথক এফআইআর করেছে। মোদ্দা কথা আরজি করের চিকিৎসকের নৃশংস খুনের পর একের পর ঘটনা ঘটছে। এরই মধ্যে এবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হল।

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডে শুরু থেকে সোচ্চার, শেষমেশ কোন মন্তব্যে ‘ভুল’ স্বীকার সুখেন্দুশেখর রায়ের?

আরও পড়ুন- Protest against RG Kar Incident: ‘নিরাপত্তার অভাব বোধ করছি আমিও’, পুলিশকে ধুয়ে দিয়ে সোচ্চার দাপুটে তৃণমূল সাংসদের মেয়ে

Suvendu Adhikari Nabanna Abhijan RG Kar Medical College Doctors Death
Advertisment