Nabanna Abhijan: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হয় কলকাতা এবং হাওড়া। সেই অভিযানে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে গুরুতর আহত হন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। কলকাতার স্ট্র্যান্ড রোডে ডিউটি করার সময় বিক্ষোভকারীদের ছোড়া পাথর এসে লাগে তাঁর বাঁ চোখে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শঙ্কর নেত্রালয়ে। এখনও চিকিৎসাধীন তিনি। কিন্তু আশঙ্কার খবর, বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন তিনি।
পুলিশ সূত্রে খবর, চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা রয়েছে ওই সার্জেন্টের। দেবাশিসের সঙ্গে ওই গাড়িতে থাকা আরও দুই পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, দেবাশিস ইস্ট জোনের সাইবার সেলের ইনচার্জ ছিলেন। ৩৭ বছর বয়সী ওই সার্জেন্ট মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য ফারলং গেটের কাছে ডিউটিতে ছিলেন।
মিছিল হিংসাত্মক আকার নেওয়ার দেবাশিস-সহ আরও বেশ কয়েকজন পুলিশকর্মীকে স্ট্র্যান্ড রোডের দিকে যাওয়ার নির্দেশ আসে কন্ট্রোলরম থেকে। সেই সময় হামলার মুখে পড়েন তিনি। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। একটি পাথর উড়ে এসে দেবাশিসের বাঁ চোখে লাগে। দেবাশিসের সঙ্গে ছিলেন আরও দুই সার্জেন্ট এবং একজন হোমগার্ড। ওই তিনজনও আহত হয়েছেন। দেবাশিসের চোখের চোট মারাত্মক ছিল। রক্তে ভেসে যায় তাঁর উর্দি।
আরও পড়ুন বারাসতে তাণ্ডব বিজেপি কর্মীদের, গাড়ি ভাঙচুর, তীব্র উত্তেজনা
কী জানিয়েছে পুলিশ?
নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার পুলিশ এবং বিক্ষোভকারী দুই পক্ষের অনেকে আহত হয়েছেন। কোথাও বিক্ষোভাকারীর মার খান কোথাও আবার পুলিশকে মাটিতে ফেলে লাথি-লাঠিপেটা করা হয়। ইটের ঘায়ে মাথা ফাটে পুলিশকর্মীদের। আবার পুলিশের মার খেয়ে হাসপাতালে অনেক আন্দোলনকারী। মঙ্গলবার এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, মোট ১৫ জন পুলিশকর্মী আহত হয়েছে।