RG Kar protest: মমতার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ, ন্যায় বিচারের দাবিতে জনগর্জন, ধুন্ধুমার...!

RG Kar protest: পুলিশের বজ্রআঁটুনি উপেক্ষা করেই নবান্ন অভিযানে অংশ নিয়েছেন কাতারে কাতারে মানুষ। আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াইয়ে আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।

RG Kar protest: পুলিশের বজ্রআঁটুনি উপেক্ষা করেই নবান্ন অভিযানে অংশ নিয়েছেন কাতারে কাতারে মানুষ। আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াইয়ে আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
nabanna abhijan

মমতার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ Photograph: (এক্সপ্রেস ফটো-শশী ঘোষ)

RG Kar protest: পুলিশের বজ্রআঁটুনি উপেক্ষা করেই নবান্ন অভিযানে অংশ নিয়েছেন কাতারে কাতারে মানুষ। আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াইয়ে আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ডোরিনা ক্রসিং থেকে মিছিল এগোতেই শুভেন্দুকে আটকানোর চেষ্টার অভিযোগ।

Advertisment

আজকের নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ চড়ছে। সকাল থেকে বিভিন্ন দিক থেকে মিছিল এসে মিলিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে জমায়েত। সাঁতরাগাছি এলাকায় পরিস্থিতি বেশ উত্তেজনাময়। ব্যারিকেডের সামনেই চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের হটায়ে মোতায়েন করা হয়েছে জলকামান ও কাঁদানে গ্যাস। চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি।

আরজি কর মেডিক্যাল কলেজের অভয়া খুন ও ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার নবান্ন চলো অভিযানের ডাক। আজকের অভিযানে অংশ নিয়েছেন অভয়ার পরিবার ও বিজেপির একাধিক নেতৃত্ব। রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Advertisment

এদিকে আজ বিকেলেই অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের মা-বাবার আহ্বানে আজকের এই নবান্ন অভিযান ঘিরে শহর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পুলিশের সতর্ক নজরদারিতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ। ফলে বন্ধ হয়ে যান চলাচল। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

আজকের নবান্ন অভিযানকে কেন্দ্র করে সাঁতরাগাছি মোড়ে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার মরিয়া চেষ্টা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। শান্তি বজায় রাখার আবেদন পুলিশের।

পুলিশকে লক্ষ্য করে প্ল্যাকার্ড ও জলের বোতল ছুঁড়ছেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে ফেলার হুঙ্কার আন্দোলনকারীদের। ইট দিয়ে ব্যারিকেডে আঘাত। গুলি খেতেও তৈরি তাও নবান্নে যাব হুঙ্কার ছুঁড়লেন আন্দোলনকারীরা।

পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। চলছে মাইকিং। নবান্ন অভিযানে অংশ নিতে আসার পথে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকানোর চেষ্টার বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের।

আরও পড়ুন- IISER-এর মেধাবী গবেষক পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় বাংলা, প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Nabanna Abhijan RG Kar Case