সপ্তাহের প্রথম দিনেই নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনের কাছে তেলকল ঘাট রোড এলাকায়। একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরি-হারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর সমিতি-সহ বেশ কয়েকটি সংগঠন সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। এদিন নবান্ন অভিযান ঘিরে পুলিশও আগেভাগে একাধিক ব্যবস্থা নিয়েছিল। হাওড়া স্টেশন থেকে এদিন প্রতিবাদ মিছিল এগিয়ে চলে তেলকল ঘাট রোড ধরে। তবে সেখানে আগেভাগে ব্যারিকেড করে রাখে পুলিশ। মিছিল সেখানে পৌঁছোতেই তা আটকে দেওয়া হয়।
এদিন তেলকল ঘাট রোডে মিছিল পৌঁছোতেই আটকে দেয় পুলিশ। সেখানে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন আন্দোলনকারীরা। এদিকে এদিনের নবান্ন অভিযানের কোনও পুলিশি অনুমোদন ছিল না। তা সত্ত্বেও এমন আন্দোলন আটকাতে আগাগোড়া সচেষ্ট ছিল পুলিশ।
তেলকল ঘাট রোডে মিছিল পৌঁছতেই আন্দোলনকারীদের কয়েকজন নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের আটকায় পুলিশ। তবে আন্দোলনকারীরা নবান্ন অভিযানে অনড় থাকায় উত্তেজনা বাড়ে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ঋতুপর্ণায় মুগ্ধ মদন! 'ও এক এবং অদ্বিতীয়' বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক
এদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এদিন আগাগোড়া তুমুল তৎপরতা নিতে দেখা গিয়েছে হাওড়া সিটি পুলিশকে।
আরও পড়ুন- 2026 Bengal elections:নজরে '২৬-এর ভোট, 'বাঙালি বিদ্বেষ' ও SIR, একে অন্যকে প্যাঁচে ফেলতে মুখিয়ে BJP-তৃণমূল
আগে থেকে নবান্নের দিকে যাওয়ার সমস্ত রাস্তায় ব্যারিকেড করেছে পুলিশ। ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। হাওড়া স্টেশনের কাছে রেল মিউজিয়াম থেকে শুরু করে জিটি রোডের বঙ্গবাসী মোড়ের কাছেও বসানো হয়েছিল লোহার ব্যারিকেড।