SIR political debate:বাংলা ও বাঙালি বিদ্বেষ ইস্যুর সঙ্গেই ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই ইস্যুতে ময়দানে নে'২৬-এর ভোটের আগে মে পড়েছে BJP ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সপ্তাহের শুরুর দিন ভাষা আন্দোলনের অংশ হিসেবে বোলপুরে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ বিধানসভা নির্বাচনের লড়াই শুরু হয়ে গিয়েছে এই দুই ইস্যু নিয়ে। বিজেপি নেতৃত্বও পাল্টা জবাব দিয়ে যাচ্ছেন। তৃণমূল অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছে বলে বিজেপির দাবি।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনকী সুপারস্টার মিঠুন চক্রবর্তী আসরে নেমে পড়েছেন। বিজেপির স্পষ্ট দাবি, প্রকৃত বাঙালি নয়, মূলত রোহিঙ্গা বা বাংলাদেশীদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এমন ঘটনাও ঘটেছে যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েও ফিরিয়ে আনতে হয়েছে। দিল্লির বসন্ত কুঞ্জে বাঙালি বসতি জয়হিন্দ কলোনীতে বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেখানে অবস্থান ধরনাও করেছেন।
একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালির ওপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এই ইস্যুতে রাজ্য ব্যাপী মিছিল, প্রতিবাদ সভা করছে তৃণমূল। সংসদের সামনে বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল। এরই সঙ্গে ভোটার তালিকার নাম বাদ দেওয়া নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল নেত্রী অভিযোগ করেছিলেন ভিন রাজ্যের অধিবাসীদের বাংলার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। এবার অভিযোগ ভোটার তালিকায় নাম বাদও দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- Visva-Bharati:৬২ একরেরও বেশি জমি দখল বিশ্বভারতীতে, কেন্দ্রের রিপোর্টে বিস্ফোরক তথ্য
সামনেই বিহার বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন বিহারে প্রায় লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। সেখানে এসআইআর চলছে ভোটার তালিকায়। এবার বাংলার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। ইতিমধ্যে বিএলওদের ট্রেনিং শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, দিল্লিতে নিয়ে গিয়েও বিএলওদের ট্রেনিং হয়েছে। তাঁকে জেলাশাসকরা এই তথ্য না দেওয়ায় বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ঋতুপর্ণায় মুগ্ধ মদন! 'ও এক এবং অদ্বিতীয়' বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক
একদিকে বাংলা ও বাঙালি বিদ্বেষ ইস্যু নিয়ে বিজেপির প্রতি টানা আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাঙালি ইস্যু তৃণমূল কংগ্রেস সবার সামনে রাখবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর আগে বহি লক্ষ লক্ষ ইস্যুকে হাতিয়ার করে ২০২১ বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছিল তৃণমূল। এবারও বাংলা ও বাঙালিকে অন্যতম প্রধান ইস্যু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ কতটা ডিফেন্ড করতে পারবে সেটাই দেখার। তবে বিজেপিও স্পষ্ট দাবি করছে, অন্য দেশের ভাষা বাংলা হলে কি করার আছে?
আরও পড়ুন- Mamata Banerjee:'আপনাদের চাকরি রাজ্যের অধীনে, শুধু ভোটের সময় দায়িত্বে কমিশন', BLO-দের বললেন মমতা
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে বিজেপি জানিয়ে দিয়েছে। পাশাপাশি ভুয়ো ও ভুতুরে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া জারি রাখা স্বাভাবিক বলে মনে করছে বিজেপি। কারণ এই অভিযান নতুন নয়। তৃণমূল হুঙ্কার ছেড়েছে, প্রকৃত ভোটারের নাম যেন কিছুতে বাদ না যায়। বিজেপি ভোটার তালিকা নিয়ে চক্রান্ত করছে বলে তৃণমূল অভিযোগ করেছে। এই দুই ইস্যুতে ২০২৬ বিধান সভা কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার।