Nadia Accident: বাবার চোখের সামনেই ভয়াবহ দুর্ঘটনা, রাস্তাতেই সব শেষ, মৃত্যু নাবালিকার, জ্বালিয়ে দেওয়া হল লরি

Nadia Accident: প্রাইভেট টিউটরের কাছে পড়ে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া বালিবোঝাই লরির ধাক্কায় প্রাণ হারাল এক নাবালিকা এক ছাত্রী।

Nadia Accident: প্রাইভেট টিউটরের কাছে পড়ে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া বালিবোঝাই লরির ধাক্কায় প্রাণ হারাল এক নাবালিকা এক ছাত্রী।

author-image
Mousumi Das Patra
New Update
nadia-girl-dies

বাবার চোখের সামনেই ভয়াবহ দুর্ঘটনা, রাস্তাতেই সব শেষ, মৃত্যু নাবালিকার, জ্বালিয়ে দেওয়া হল লরি

Nadia Accident: প্রাইভেট টিউটরের কাছে পড়ে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া বালিবোঝাই লরির ধাক্কায় প্রাণ হারাল এক নাবালিকা এক ছাত্রী। কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর সেনপুর ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পথ অবরোধ করে।

Advertisment

পরে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে । ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই ছাত্রীর নাম রিয়া বিশ্বাস(১৫)। সে নবম শ্রেণির ছাত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে  ওই ছাত্রী বাবার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। আচমকা ট্রাফিক আইন অমান্য করে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি বেপরোয়া বালি বোঝাই লরি দ্রুতগতিতে ছুটে আসে । লরিটি ওই নাবালিকাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। তবে বেঁচে যায় ওই ছাত্রীর বাবা।

Advertisment

এরপরই স্থানীয়রা উত্তেজিত হয়ে ছুটে আসে। এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে  ছুটে আসেন এলাকার সাধারণ মানুষ। উত্তেজিত জনতাকে দেখে লরির চালক ও খালাসি পালিয়ে যায়। উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। একইসঙ্গে  ঘাতক লরিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণ করতে গেলে স্থানীয়দের সঙ্গে বচসা বেধে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ওই লরির আগুন নেভায়। পুলিশ নাবালিকার দেহ শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

ঝলসে গেল ২৩ মাসের শিশু সহ ৭ জন, আহমেদাবাদের পর মাঝ আকাশে ফের ভয়াবহ দুর্ঘটনা

accident Nadia