/indian-express-bangla/media/media_files/2025/06/15/wDHctEzpKRkZ5VWwdrfy.jpg)
আহমেদাবাদের পর মাঝ আকাশে ফের ভয়াবহ দুর্ঘটনা
Helicopter Crashes kedarnath: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাঝ আকাশে ভেঙে পড়ল উড়ান। রবিবার ভোরে কেদারনাথ ধামে বিরাট দুর্ঘটনা, হেলিকপ্টার ভেঙে মৃত্যু কমপক্ষে ৫ জনের।
আরও পড়ুন- 'এটা তো স্রেফ ট্রেলার' নেতানিয়াহুর ভয়ঙ্কর হুঁশিয়ারির পরই পরপর মিসাইল হানা, তেহরানে মৃত্যুমিছিল
ভয়াবহ দুর্ঘটনার শিকার গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার। আর্য অ্যাভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরিকুণ্ড-সোনপ্রয়াগের মাঝামাঝি জঙ্গলে ভেঙে পড়ে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। দুর্গম এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনার কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর কেদারনাথ যাত্রাপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের এডিজি (আইন শৃঙ্খলা) ভি মুরুগেশন জানিয়েছেন, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ডের কাছে নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সেটি দুর্ঘটনার কবলে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে খারাপ আবহাওয়াই এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
রয়্যাল বেঙ্গল আতঙ্কে হুলস্থূল! চূড়ান্ত চাঞ্চল্য গোটা এলাকায়
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ড এলাকায় রবিবার ভোরে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। কেদারনাথ যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে পড়ে জঙ্গলের মধ্যে। ঘটনাটি ঘটেছে সকাল ৫:৩০ নাগাদ। দুর্ঘটনায় পাইলট-সহ মোট ৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ২৩ মাসের একটি শিশু। খবর পেয়েই NDRF ও SDRF-এর দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
মৃতদের তালিকায় গোটা পরিবার
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের জয়সওয়াল পরিবার—রাজকুমার জয়সওয়াল, তাঁর স্ত্রী শ্রদ্ধা ও ২৩ মাসের শিশু সন্তান। সকলের দেহই মারাত্মকভাবে ঝলসে হয়েছে বলে জানা গেছে।
খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রশাসনের প্রাথমিক অনুমান। বিষয়টি নিশ্চিত করেছেন হেলিকপ্টার নোডাল অফিসার রাহুল চৌবে ও জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দন সিং রজোয়ার।
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
হেলিকপ্টার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স-এ লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত শোকাহত। SDRF ও প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে নেমেছে। আমি বাবার কেদারনাথের কাছে সকল যাত্রীর মঙ্গল কামনা করছি।”
जनपद रुद्रप्रयाग में हेलीकॉप्टर के दुर्घटनाग्रस्त होने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ है। एसडीआरएफ, स्थानीय प्रशासन एवं अन्य रेस्क्यू दल राहत एवं बचाव कार्यों में जुटे हैं।
— Pushkar Singh Dhami (@pushkardhami) June 15, 2025
बाबा केदार से सभी यात्रियों के सकुशल होने की कामना करता हूँ।
একাধিক দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন
এর আগে ৭ জুনও গৌরীকুণ্ড-রুদ্রপ্রয়াগ হাইওয়েতে জরুরি ল্যান্ডিং করে একটি হেলিকপ্টার। প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝপথেই পাইলট সাহসিকতার সঙ্গে হাইওয়েতে ল্যান্ডিং করান। সেই সময় পাঁচ যাত্রী অক্ষত ছিলেন, যদিও পাইলটের পিঠে আঘাত লেগেছিল।
৮ মে উত্তরকাশীতেও প্রাণঘাতী দুর্ঘটনা
৮ মে উত্তরকাশীতে Aerotrans কোম্পানির হেলিকপ্টার ভেঙে পড়ে, যাতে পাইলটসহ ৬ জনের মৃত্যু হয়। গঙ্গোত্রী হাইওয়েতে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় এমস রিষিকেশে ভর্তি করা হয়।
উত্তরাখণ্ড থেকে, কেদারনাথ - গৌরীকুণ্ড - গুপ্তকাশী অঞ্চলে হেলিকপ্টারটি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Most distressingly, another civil aviation tragedy reported today morning, this time from Uttarakhand, in the Kedarnath - Gaurikund - Guptakashi region. 7 people were on board in the helicopter including a child and the pilot, and there has been a reported crash with worst being…
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2025