টুইটে রাজ্যপাল লেখেন, 'মজিদপাড়ায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নৈহাটির ঘটনায় আমি ব্যথিত, একই সঙ্গে হতবাক হয়েছি। অভিযোগ, ওই বেআইনি কারখানায় বোমা তৈরি করা হত। ফলে গোটা বিষয়টিতে বিশেষজ্ঞের দ্বারা প্রকৃত তদন্তের প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের যেসব আধিকারিক দায়বদ্ধ, তাঁদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।'
Advertisment
.@MamataOfficial. Several deaths in blasts at factory at Masjidpara, Naihati has pained and shocked me. Allegations that crude bombs were being made in illegal factory warrants intense expert probe. Accountability of all in the administration needs to be fixed promptly.
উল্লেখ্য, শুক্রবারের ঘটনার পরই মজিদপাড়ায় যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি। তাঁর মতে, পুলিশের প্রত্যক্ষ মদতেই বেআইনি বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে। অর্জুন বলেন, 'ব্যারকপুরের কমিশনার মনোজ ভর্মাকে তোলার বিনিময়ে বেআইনি বাজি কারখানাগুলি দিনের পর দিন চলছে। নামেই বাজি কারখানা, আসলে ওগুলো বোমা তৈরির জায়গা। এখান থেকে বিভিন্ন এলাকায় বোমা সরবরাহ করা হয়।' বিজেপি সাংসদ সাফ জানিয়েছেন, 'আমি স্বরাষ্ট্রমন্ত্রককে বলেছি এই ঘটনার তদন্ত করতে। খতিয়ে দেখতে হবে এটা খাগড়াগড়ের মতো ঘটনা কি না। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করা উচিত। এখানকার পুলিশের উপর কোনও বিশ্বাস নেই মানুষের। খাগড়াগড়ের বেলাতেও পুলিশ বলেছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এনআইএ তদন্ত করার পর আসল ব্যাপারটা সামনে আসে। এখানেও যে তেমন হচ্ছে না তা কে বলতে পারে।'
শনিবার ভোরে আমডাঙা থেকে কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।