Advertisment

নারদকাণ্ডে আজ ইডির মুখোমুখি রত্না, মির্জাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নারদকাণ্ডের তদন্তে আজই ইডি দফতরে যাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়।একই মামলায় আজ বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে তলব করেছে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
ratna, mirza, রত্না, মির্জা

রত্না চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জা। ছবি: ফেসবুক।

নারদ মামলার তদন্তে জোর তৎপর হল ইডি ও সিবিআই। নারদকাণ্ডের তদন্তে আজ সকালে নিজাম প্যালেসে এলেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা। সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন মির্জা হাজিরা দিলে, তাঁকে দীর্ঘক্ষণ জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিগত জিজ্ঞাসাবাদ পর্বে মির্জা জানিয়েছিলেন, যে টাকা তিনি নিয়েছিলেন, তা সমাজসেবায় কাজে লাগিয়েছেন। অন্যদিকে, আজ ইডি দফতরে যাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই এ মামলায় কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্নাকে তলব করেছিল ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রত্নার।  উল্লেখ্য, নারদ মামলায় এর আগেই রত্না ও মির্জাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Advertisment

কয়েকদিন আগেই রত্না চট্টোপাধ্যায় ও রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে ফের তলব করে ইডি। ৯ জুন থেকে ১৭ জুনের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছিল ইডির তরফ থেকে। বিদেশে থাকার জন্য ইডির নোটিস সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছিলেন শ্রেয়া। অন্যদিকে, রত্না জানিয়েছিলেন, তিনি চিঠি পেয়েছেন। প্রয়োজনীয় নথি নিয়ে তিনি ইডির দফতরে হাজিরা দেবেন।

আরও পড়ুন: নারদ কান্ডে রত্না চট্টোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডেকে ইডির নোটিস

এর আগেও নারদকাণ্ডে নাম জড়িয়েছিল মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়ার। বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে তাঁকে তলব করেছিল ইডি। প্রাক্তন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও একাধিকবার এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। শোভন পত্নীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্না দেবীকে দেন? নাকি সম্পূর্ণ অন্য কারওর কাছে যায় ওই টাকা? সেই নিয়েই ফের রত্না চট্টোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, নারদ মামলার তদন্তে নেমে শোভন চট্টোপাধ্যায়কে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। শোভন আঙুল তুলেছিলেন তাঁর স্ত্রী রত্নার দিকে। শোভন-পত্নীকে জিজ্ঞাসাবাদ করার সময় শ্রেয়া পান্ডের নাম উঠে এসেছিল। নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করে ইডি।

kolkata news cbi
Advertisment