/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/modi-5.jpg)
PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2026 West Bengal Assembly elections:ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্য জনসভা। তার আগে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখলেন BJP-র রাজ্য ও জেলা নেতৃত্ব। পুরোদমে শুরু মেগা সভার প্রস্তুতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই এবার সেই উত্তরবঙ্গেই নমোর সফর। আগামী ২৯ মে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে BJP-র শীর্ষনেতার মেগাসভা।
পাকিস্তানকে মোক্ষম 'শবক' শিখিয়ে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও কাণ্ডের পরেই পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির প্রতি কড়া বার্তা দিয়েছিলেন। ভারতের আত্মায় আঘাতকারীদের চরম সাজার হুঁশিয়ারি দিয়েছিলেন মোদী। বিহারের একটি জনসভার মঞ্চ থেকে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে কড়া বার্তা দেওয়ার কয়েকদিনের মধ্যেই অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। অত্যন্ত সফলতার সঙ্গে ভারত সেই অপারেশন চালিয়েছে। পাক মাটিতে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে জঙ্গিদের ঘাঁটি।
অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেশের বায়ুসেনার। মোদী উত্তরবঙ্গের যে এলাকায় সভা করতে চলেছেন তার খুব কাছেই রয়েছে হাসিমারা বায়ুসেনার ছাউনি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই সভাস্থল নির্বাচন নিয়েও চর্চা বেড়েছে। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই মুহূর্তে চিকেনস নেকের গুরুত্ব নিয়েও জোরদার আলোচনা চলছে। তাছাড়াও সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী এলাকা এবং সর্বোপরি উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের পরিস্থিতিও দারুণ চর্চায়। সেই কারণেই প্রকাশ্য জনসভা করতে আলিপুরদুয়ারের মতো একটি জায়গাকেই বেছে নিয়েছেন মোদী।
আরও পড়ুন- Jammu and Kashmir News: কাশ্মীরে ফের বিরাট অপারেশনে সেনা, জইশ জঙ্গিদের ধরতে অলআউট অ্যাকশনে ফোর্স!
এদিকে, প্রধানমন্ত্রীর আসন্ন সফর ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরপতা শুরু আলিপুরদুয়ারে। সভাস্থল দেখে এসেছেন রাজ্য বিজেপির শীর্ষ ও জেলা নেতৃত্ব। মোদীর সভা নিয়ে প্রশাসননিক মহলেও ব্যস্ততা তুঙ্গে। সভাস্থলে সর্বোচ্চ সুরক্ষার বন্দোবস্ত নিয়ে রীতিমতো তৎপর প্রশাসন।