Jammu and Kashmir Kishtwar Encounter: উপত্যকায় ফের সেনা-জঙ্গির গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের ধরতে এলাকায় তল্লাশিতে নামে সেনাবাহিনী। মুহূর্তেই সেনাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে সেনাও। ওই এলাকায় কমপক্ষে চার জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ সেনাবাহিনীর। গোটা এলাকা গিরে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাতরু-এর সিংপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। ওই এলাকায় জৈশ-ই-মহম্মদের (JEM) ৩ থেকে ৪ জন জঙ্গির একটি দল ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে সন্দেহ সেনার।
স্থানীয় পুলিশের দেওয়া "সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য" অনুযায়ী যৌথবাহিনী এই অভিযান শুরু করে। লুকিয়ে থাকা জঙ্গিরা একই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।এদিন ভোর থেকে কিশতওয়ারের ওই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই চালু রয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও পর্যন্ত হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুতে, উপত্যকায় দুটি বড় সন্ত্রাসবিরোধী অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ ছয় জঙ্গিকে নিকেষ করে। যার মধ্যে ৩ জন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- TMC MPs:মাঝ আকাশেই ওঁত পেতেছিল বিপদ! মারাত্মক পরিস্থিতির মুখে পড়তে হয় তৃণমূলের প্রতিনিধিদের
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কয়েক সপ্তাহ পরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পহেলগাঁওয়ে বর্বরোচিট জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। যার মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। নিহত একজন ছিলেন স্থানীয় ঘোড়াচালক। পহেলগাঁওয়ের ওই ঘটনার পর ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল। মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি।
আরও পড়ুন- Kolkata Weather Update today:জোরালো ঝড়-বৃষ্টির দুরন্ত পূর্বাভাস! আজ থেকেই কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়?