Advertisment

Modi on TMC: ভূপতিনগরে আক্রান্ত NIA! আসরে এবার খোদ মোদী, জামানত বাজেয়াপ্ত করতে আহ্বান

TMC on Bhupatinagar: পালটা এনআইএর তদন্তকারীদের বিরুদ্ধে ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্য। এফআইআরে এনআইএর তদন্তকারীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi, Mamata

Modi-Mamata: জনসভায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি- টুইটার)

Narendra Modi on NIA attack in Bhupatinagar: পশ্চিমবঙ্গে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির সদস্যরা আক্রান্ত হওয়ায় এবার সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জনসভায় তিনি এনিয়ে মুখ খোলেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। প্রধানমন্ত্রীর অভিযোগ, দেশের আইন এবং সংবিধানকে তৃণমূল কংগ্রেস তছনছ করছে।

Advertisment

সম্প্রতি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডির সদস্যরা আক্রান্ত হয়েছিলেন। তারপরই, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে আক্রান্ত হন এনআইএর তদন্তকারীরা। সেনিয়ে রাজ্য রাজনীতিতে ভোটের মুখে বিরাট শোরগোল চলছে। শুধু তাই নয়। কেন্দ্রীয় প্রশাসন এবং জাতীয় রাজনীতিতেও তার প্রভাব পড়েছে। শনিবারই ভূপতিনগর থানায় ফোন করে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। ঘটনাটি সম্পর্কে মন্ত্রক, রিপোর্টও তলব করেছে। এরপরই রবিবারের জনসভা থেকে ভূপতিনগরের ঘটনা সম্পর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী। টেনে আনলেন সন্দেশখালির প্রসঙ্গও।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী সভার বলেন, 'তৃণমূল কংগ্রেস দেশের আইন এবং সংবিধানকে তছনছ করে দিচ্ছে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়া উচিত। প্রতিটি বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে। তৃণমূল কংগ্রেস চায়, গুন্ডারা সন্ত্রাস করার লাইসেন্স পাক। তদন্তকারীরা গেলে ওঁদের ওপর হামলা হয়। অপরকে দিয়ে হামলা করায়। সন্দেশখালির ঘটনাও সবাই জানে।'

মোদীর এই অভিযোগের আগেই অবশ্য, শনিবারই এনআইএ হামলার পরে ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ২০২২ সালে বিস্ফোরণ মামলার তদন্তে শনিবার ভূপতিনগরে গিয়েছিল এনআইএ। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই তৃণমূল নেতাকে নিজেদের গাড়িতে তোলেন। তারপরই তদন্তকারীদের গাড়ি আক্রান্ত হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

পালটা এনআইএর তদন্তকারীদের বিরুদ্ধে ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্য। এফআইআরে এনআইএর তদন্তকারীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, নির্বাচনে ফায়দা তুলতে বিজেপির নির্দেশে এনআইএকে দিয়ে তদন্ত করানো হচ্ছে।

আরও পড়ুন- ইডির পর NIA-র উপর হামলায় রেগে আগুন মোদী! দিন বেঁধে বাংলায় ভীষণ কঠিন অভিযানের হুঁশিয়ারি

তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন, বিজেপির জিতেন্দ্র তিওয়ারি এনআইএ আধিকারিক ধনরাম সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে কোন তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে, তার তালিকাও তুলে দেওয়া হয়েছে। এই বৈঠকের ঘটনায় তদন্তও দাবি করেছে তৃণমূল। পালটা, বিজেপির জিতেন্দ্র তিওয়ারি তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

tmc bjp Kunal Ghosh Jitendra Tiwari NIA Investigation Court Order
Advertisment