/indian-express-bangla/media/media_files/2025/05/28/ZKZ0XvDbsZxSVOiK5di2.jpg)
বাংলা কাঁপিয়ে হুঙ্কার ছুঁড়লেন শুভেন্দু
Suvendu Adhikari On Bengal Corona: ভারতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। ৭ জুন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৫৫। কেরল, দিল্লিতে উদ্বেগজনক পরিস্থিতি। বাংলায় ডেঙ্গু'র মতই করোনার তথ্য আড়ালের ভয়ঙ্কর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
মারাত্বক গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বীরভূম তৃণমূল, কাজলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ অনুব্রত ঘনিষ্ঠর
দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৯১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৫৫-এ। যদিও শুক্রবার এই সংখ্যা ছিল ৪৯৮।
কেরল, গুজরাট, দিল্লি ও পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিনে ১২৭ জন আক্রান্ত হয়েছেন কেরলে। গুজরাটে ১৮৩টি নতুন সংক্রমণের খবর মিলেছে। দিল্লিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী।
অনুব্রত কাণ্ডে তোলপাড়, কোর কমিটিকেই জরুরি তলব কলকাতায়, তুঙ্গে জল্পনা
বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৫৮ জন। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬২২। এর মধ্যে ১০ মাসের এক শিশুও রয়েছে। জানা গিয়েছে শিশুটি সল্টলেকের কাছে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে করোনা নিয়ে তথ্য আড়ালের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "যেভাবে ডেঙ্গির তথ্য চাপা দেওয়া হচ্ছে, তেমনভাবেই কোভিড পরিস্থিতিও গোপন করা হচ্ছে। এটা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলার প্রতিফলন।"
মুখ্যমন্ত্রীর পর এবার নিশানায় কেন্দ্র, চিঠি দিয়েও মেলেনি ন্যুনতম সাহায্য, RG Kar কান্ডে ন্যায় বিচারের দাবিতে আজ অগ্নিগর্জন
ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় কলকাতা মেডিকেল কলেজে খোলা হয়েছে বিশেষ কোভিড টেস্টিং কাউন্টার।বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেহেতু নতুন ভ্যারিয়েন্টগুলি হালকা উপসর্গযুক্ত, তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের।