Advertisment

West Bengal Weather:আজ বর্ষবরণের রাত থেকেই নামবে পারদ, ঠান্ডা হাড় কাঁপাবে এসপ্তাহেই?

West Bengal Weather Update 31 December 2024: দার্জিলিঙের পার্বত্য এলাকা বাদ দিলে এবছর এখনও পর্যন্ত হাড় কাঁপানো শীতের মুখ দেখেনি বাংলা। তবে আজ রাত থেকেই পারদ পতনের জোরালো সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Weather Update: শীতের আমেজ গোটা রাজ্যে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

West Bengal Weather Update 31 December 2024: বছরের শেষ দিনে শীতের আমেজ রাজ্যজুড়ে। হাড় কাঁপানো ঠান্ডা না হলেও শীতের মেজাজ রয়েছে সর্বত্র। আজ ২০২৪ সালের শেষ রাত থেকেই নামবে পারদ। শীতের আমেজ আরও জোরালো হবে। তবে কি চলতি সপ্তাহেই ঠান্ডা হাড় কাঁপাবে? এবার টানা চলবে পারদ পতন? এসব জেনে নিন আজকের ওয়েদার আপডেট-এ (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

বছরের শেষ দিনে শীতের ভরপুর আমেজ রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ রাত থেকেই তাপমাত্রা আরও নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামিকাল বুধবার রাতের তাপমাত্রা ২ থেকে ৪° পর্যন্ত নেমে যেতে পারে। আগামী বৃহস্পতি এবং শুক্রবারেও পারদ আরও নামার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে নতুন বছর শুরুর সময়টায় ভালোমতো ঠান্ডার মেজাজ দেখবে বাংলা। বর্ষবরণের রাতে অর্থাৎ আজ রাতে হালকা শীতের পরশ থাকবে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

শহর কলকাতাতেও শীতের আমেজ রয়েছে। কাঁপানো শীত না থাকলেও বর্ষবরণের রাতে কলকাতায় ঠান্ডার মেজাজ থাকবে ভরপুর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে দিনে এবং রাতের তাপমাত্রা একটু কমবে।

আরও পড়ুন- Asset of Chief Ministers:দেশের সবচেয়ে 'বড়লোক' মুখ্যমন্ত্রী কে? কেইবা সবচেয়ে 'গরিব', মমতা কোন তালিকায়?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ রয়েছে। শীতের পরশ গায়ে মেখে উত্তরবঙ্গের জেলায়-জেলায় পর্যটকদের উপচে পড়া ভিড়। পাহাড়নগরী দার্জিলিঙ ভিড়ে ভিড়াক্কার। কালিম্পঙেও ঠাসা ভিড় ভ্রমণরসিকদের। এছাড়াও ডুয়ার্সের দিকে দিকে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় এবার ঘন কুয়াশার দাপট দেখা যাবে। তার জেরে সকালের দিকে রাস্তায় দৃশ্যমানতা কমে যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে বেশি। 

আরও পড়ুন- West Bengal News Live: আওয়ামি লিগ কি নির্বাচন লড়তে পারবে? কী জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন?

Kolkata Weather Winter Session weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office
Advertisment