/indian-express-bangla/media/media_files/2025/10/08/cats-2025-10-08-15-55-40.jpg)
নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
মুম্বইবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের (NMIA) প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন। এই প্রকল্পটি ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলের অধীনে নির্মিত হয়েছে। প্রথম পর্যায়ের নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯,৬৫০ কোটি টাকা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এদিন মুম্বই মেট্রো লাইন ৩-এর চূড়ান্ত পর্যায়ের কাজও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। দুই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে মুম্বই পেল আধুনিক যোগাযোগ ও পরিবহণের এক নতুন দিগন্ত।
PM @narendramodi visits and inaugurates the Navi Mumbai International Airport – Phase 1@PMOIndiahttps://t.co/DpDc3EfBMX
— Ministry of Information and Broadcasting (@MIB_India) October 8, 2025
নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA)-এর চাপ কমাতে এবং মুম্বইকে গ্লোবাল মাল্টি-এয়ারপোর্ট সিস্টেমের অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিমানবন্দরটি আদানি গ্রুপের অধীনস্থ নবি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড (NMIAL) কর্তৃক নির্মিত হয়েছে। ১,১৬০ হেক্টর জমি জুড়ে তৈরি হচ্ছে, সম্পূর্ণ কাজ শেষ হলে বছরে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
#WATCH | Navi Mumbai, Maharashtra | Prime Minister Narendra Modi inaugurates Phase 1 of the Navi Mumbai International Airport, built at a cost of around Rs 19,650 crore.
— ANI (@ANI) October 8, 2025
(Source: DD News) pic.twitter.com/6kSxFSHNgB
বিমানবন্দরের নকশা ভারতীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি। এর টার্মিনাল ভবন পদ্মফুলের পাপড়ির আকারে নির্মিত হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে স্বয়ংক্রিয় ‘People Mover’ সিস্টেম, যা মাটির নীচের সুড়ঙ্গ পথে সব টার্মিনালকে সংযুক্ত করবে। এছাড়াও থাকবে ৬৬টি চেক-ইন কাউন্টার ও ২২টি সেলফ ব্যাগেজ ড্রপ সুবিধা।
বিশেষত্বের মধ্যে অন্যতম — এটি দেশের প্রথম বিমানবন্দর যা এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং মেট্রো—তিন ধরনের পরিবহণ ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। অক্টোবরের শেষ নাগাদ টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বর ২০২৫ থেকে বিমান চলাচল শুরু হবে।
প্রথম পর্যায়ে ইন্ডিগো, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে। বিশেষজ্ঞদের মতে, NMIA চালু হলে মুম্বই ও পশ্চিম ভারতের বিমান চলাচল ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যাত্রীদের জন্য এটি হবে এক বিশ্বমানের অভিজ্ঞতা।
আরও পড়ুন- সীমান্তের কাছে পাক সেনাবাহিনীর উপর প্রাণঘাতী হামলা, ১ কর্নেল সহ ১১ জন নিহত