সীমান্তের কাছে পাক সেনাবাহিনীর উপর প্রাণঘাতী হামলা, ১ কর্নেল সহ ১১ জন নিহত

টিটিপি পাকিস্তানি সেনাবাহিনীর উপর একটি বড়সড় হামলা চালিয়েছে। এই হামলায় এগারো পাকিস্তানি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

টিটিপি পাকিস্তানি সেনাবাহিনীর উপর একটি বড়সড় হামলা চালিয়েছে। এই হামলায় এগারো পাকিস্তানি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

সীমান্তের কাছে পাক সেনাবাহিনীর উপর প্রাণঘাতী হামলা

সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর উপর প্রাণঘাতী হামলা। এক কর্নেল সহ ১১ জন নিহত। আরও বেশ কয়েকজন এই হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে টিটিপি। 

Advertisment

টিটিপি পাকিস্তানি সেনাবাহিনীর উপর একটি বড়সড় হামলা চালিয়েছে। এই হামলায় এগারো পাকিস্তানি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) অতর্কিতে হামলা চালায়। এই হামলায় এক কর্নেল ও এক মেজরসহ অন্তত ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের মতে, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তান সীমান্তে টিটিপির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল এবং এই অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন টিটিপি যোদ্ধাও নিহত হয়। 

Advertisment

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। দলের তরফে দাবি করা হয়েছে তাদের যোদ্ধারা সেনা কনভয়ে হামলা চালিয়েছে। পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় টিটিপি। এদিকে, পাকিস্তান দাবি করেছে যে টিটিপি জঙ্গিরা আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে হামলা চালায়—যদিও কাবুল সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক মাসে টিটিপি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এতে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আরও পড়ুন- অযোগ্যদের নামের তালিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, SSC-কে নয়া নির্দেশ

pakistan