/indian-express-bangla/media/media_files/14yTWobZSzzZ4pyZDaTK.jpg)
'আগুনে হুঁশিয়ারি' দাপুটে বিজেপি নেতার
'নেপালের মত বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান দরকার'। বিতর্কিত মন্তব্যে বড় বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা বলেন, 'নেপালের ১৮ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীরা যে সাহস দেখিয়েছে, তা বাংলার ছেলেমেয়েদেরও দেখানো উচিত।' বিনা রক্তপাতে কোন দুর্নীতিগ্রস্থ শাসন ব্যবস্থা শেষ হয়না"।
এরপরই ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনরেটের বিভিন্ন থানায় বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ বাংলায় উস্কানি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করছেন বিজেপি নেতা।
টিএমসি-র তরফে বিজেপি নেতা অর্জুন সিংয়ের এহেন মন্তব্যর কঠোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর এই মন্তব্যকে 'দায়িত্বহীন' বলে অভিহিত করে দলের তরফে জানানো হয়েছে, এই ধরণের মন্তব্য বাংলার গণতন্ত্রের জন্য এক বিরাট 'হুমকি'।
টিএমসি আরও অভিযোগ করেছে, বিজেপি নেতারা হিংসা, রক্তপাত এবং বিশৃঙ্খলা থেকে নিজেদের রাজনৈতিক মুনাফা হাসিল করার চেষ্টা চালাচ্ছে এবং তাদের একমাত্র লক্ষ্য হল “পশ্চিমবঙ্গের মাটি রক্তে ভিজিয়ে দেওয়া” যাতে তারা রাজ্যের বিরুদ্ধে 'প্রোপাগান্ডা' চালাতে পারে।
দলের তরফে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে “@BJP4Bengal-এর @ArjunsinghWB এখন সরাসরি যুবসমাজকে অস্ত্র হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং রাজ্যকে আরেকটি নেপালে পরিণত করার চেষ্টা করছেন। এটি সেই “গুলি মারো” ফ্যাসিবাদী মানসিকতা, যা বিজেপিকে সংজ্ঞায়িত করে।” তারা আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সর্বদা শান্তি, উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে। এমন উস্কানিমূলক বক্তব্যের জবাব রাজ্যের মানুষ কড়াভাবে দেবে।
অর্জুন সিংয়ের এহেন মন্তব্যের প্রেক্ষিপ্তে এক সিনিয়র টিএমসি নেতা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বা বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকা উচিত। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের জেলা, যেগুলি নেপালের সীমানা সংলগ্ন, সেখানে শান্তি বজায় রাখার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। সেখানে বিজেপি নেতার এমন মন্তব্য উস্কানি ছাড়া আর কিছু নয়। উল্লেখ্য, নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের জেরে চলা হিংসার ঘটনায় এপর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন।