Nepal Earthquake, tremors were also felt in Darjeeling, Siliguri, Sikkim: আবারও ভূমিকম্প। গতকাল মাঝরাতে প্রবল ভূমিকম্পের কেঁপে ওঠে নেপাল। নেপালের পাশাপাশি তিব্বত, পাকিস্তানে পর্যন্ত এই ভূ-কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও বিহার, সিকিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়িও। উত্তরবঙ্গের আরও কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গতকাল মাঝরাতে নেপালের স্থানীয় সময় রাত ২.৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠের অন্তত ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে।
রিখটার স্কেলেএই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ । জানা গিয়েছে, গতকাল মাঝরাতে সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায়। মাঝরাতে ওই এলাকার বাড়ি-ঘর কেঁপে ওঠায় চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ভূমিকম্পের জেরে নেপালে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে নেপালের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live:সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর, চাঞ্চল্য ইমামবাড়া হাসপাতালে
গতকাল মাঝরাতে এই ভূমিকম্পে কেঁপে উঠে এ রাজ্যের পাহাড়নগরী দার্জিলিং, শিলিগুড়ির মতো এলাকাগুলি। এরই পাশাপাশি পড়শি রাজ্য সিকিমেও অনুভূত হয়েছে ভূকম্পন। বিহারের পাটনাতে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষেত্রেই বড়সড় ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন- Tarapith: তারাপীঠ মহাশ্মশানে জলের ট্যাঙ্ক তৈরি ঘিরে উত্তেজনা, BJP-র 'বাধা'য় বন্ধ কাজ