/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/nabanno-759.jpg)
অবশেষে জল্পনার অবসান। রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিনহা। মুখ্যসচিব মলয় দের পর রাজ্যের নতুন মুখ্যসচিবের পদে কে স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল শীর্ষ আমলা মহলে। বর্তমানে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন রাজীব সিনহা। জানা যাচ্ছে, ১ অক্টোবর থেকেই নয়া দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
Mr. Rajiva Sinha, at present the Additional Chief Secretary, Health and Family welfare will be the new Chief Secretary.
Best wishes to him. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2019
আরও পড়ুন- পাঁচ দিনের সিবিআই হেফাজতে আইপিএস অফিসার মির্জা
মলয় দের উত্তরসুরি যে রাজীব সিনহাই হতে চলেছেন, এদিন টুইট করে সে কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, "আগামী ৩০ তারিখ রাজ্যের বর্তমান মুখ্যসচিব মলয় দে অবসর গ্রহণ করছেন। এতদিন তিনি অসাধারণভাবে নিজের কাজ করে এসেছেন। তাঁর এই অবসর জীবনের জন্য তাঁকে আমার তরফ থেকে শুভেচ্ছা"। পরবর্তী একটি টুইটে মমতা লেখেন, "মাননীয় রাজীব সিনহা যিনি বর্তমানে রাজ্যের স্বাস্থ্য সচিব পদে বহাল রয়েছেন, তিনিই রাজ্যের আগামী মুখ্যসচিব পদে বসতে চলেছেন।"
Our present Chief Secretary, Malay Kumar De, is going to retire on 30 September, 2019. He served the state very well. We wish him all the best. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2019
আরও পড়ুন- বাংলার পুলিশের উপর বেজায় ক্ষুব্ধ পুলিশমন্ত্রী মমতা!
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর মুখ্যসচিব পদ থেকে অবসর নিচ্ছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত মলয় দে। ২০১৭ সালের ৩০ জুন থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন মলয় দে। এর আগে স্বরাষ্ট্রসচিবের দায়িত্বও সামলেছেন ১৯৮৫ ব্যাচের এই আইএএস।