/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Metrorail.jpg)
Kolkata Metro: দুরন্ত তৎপরতা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।
Kolkata Under Water Metro: দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশে এই প্রথম গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো। যাত্রীদের নিয়ে আজ গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত মেট্রো (Metro) ছুটেছে। ইতিহাসের সাক্ষী থাকতে ভোররাত থেকেই হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল ৭টায় ছাড়ে প্রথম মেট্রো। অন্যদিকে, আজ নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি (New Garia-Ruby Metro Service) পর্যন্ত এবং জোকা-মাঝেরহাট রুটেও (Joka-Majherhat Metro Service) মেট্রো চলাচলও শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান, দু'দিক থেকেই প্রথম মেট্রো চলাচল শুরু হয়ে যায় সকাল ৭টায়। এদিন দু'দিক থেকেই যাত্রীরা এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের দিকে রওনা দেন। কলকাতা ও হাওড়ার মধ্যে গঙ্গার (Ganga) নীচ দিয়ে যাত্রীদের নিয়ে ছুটে যাচ্ছে মেট্রো। গোটা দেশে এমন নজির কলকাতাতেই প্রথম। স্বাভাবিকভাবেই গঙ্গার নীচ দিয়ে এই প্রথম যাতায়াতে উচ্ছ্বসিত যাত্রীরা।
মেট্রোরেল (Metrorail) সূত্রে জানা গিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত ১২-১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো মিলবে। এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান, এই দু'দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫ মিনিটে। রবিবার এই রুটে পরিষেবা মিলবে না।
অন্যদিকে, শুক্রবারই চালু হয়েছে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। প্রতিদিন সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো বিকেল ৪.৪০ মিনিটে। ২০ মিনিট অন্তর এই রুটে পরিষেবা মিলবে। তবে শনি ও রবিবার পরিষেবা মিলবে না। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এই রুটে যাত্রী পরিষেবা শুরু হলেও পরবর্তী সময়ে যাত্রীদের সংখ্যা দেখে মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়াও এদিন জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হয়েছে। এই রুটে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩.৩৫ পর্যন্ত মেট্রো চলবে। ২৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। শনি ও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা মিলবে না।