Advertisment

আলিপুরকে টেক্কা দিতে খাস কলকাতায় চালু আরও একটি চিড়িয়াখানা

বাঘ-সিংহের গর্জন শোনা যাবে কলকাতার আরও এক জায়গায়।

author-image
IE Bangla Web Desk
New Update
newtown harinalaya deer park is now a mini zoo

কলকাতায় আরও একটি চিড়িয়াখানা চালু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এর পথ চলা শুরু হয়। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ই নিউটাউনে উদ্বোধন করেছিলেন 'হরিণালয়'-এর। যেখানে এতদিন শুধু হরিণই দেখা যেত। তবে বৃহস্পতিবার দুপুর থেকে এই হরিণালয় বদলে গেল পুরোদস্তুর চিড়িয়াখানায়।

Advertisment

এবার আর শুধু হরিণ নয়। জিরাফ, জেব্রা, ম্যাকাও, কালো রাজহাঁস, নানা প্রজাতির রঙিন পাখির দেখা মিলছে নিউটাউনের এই চিড়িযাখানায়। এতদূর পর্যন্ত তো ঠিকই ছিল। শোনা যাচ্ছে, শীঘ্রই এই চিড়িয়াখানায় আনা হচ্ছে বাঘও। বৃহস্পতিবার দুপুরে এই চিড়িয়াখানার ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চিড়িয়াখানাটির নতুন আঙ্গিকে উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বন দফরের আধিকারিকরা।

জানা গিয়েছে, নিউটাউনে দ্বিতীয় এই চিড়িয়াখানাটি তৈরি করতে খরচ হয়েছে ১৯ কোটি ৫০ লক্ষ টাকা। এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "এই চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে বাঘ, সিংহ, শিম্পাঞ্জি-সহ বিভিন্ন প্রজাতির বানর আনা হবে। আপাতত ঠিক হয়েছে আলিপুর চিড়িয়াখানার প্রবেশ মূল্যর সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানকার প্রবেশ টিকিটের মূল্য ধার্য করা হবে।''

আরও পড়ুন- ‘LIC, ব্যাঙ্কের টাকা যাচ্ছে আদা…..’, মমতার ইঙ্গিতপূর্ণ বক্তৃতা জোর চর্চায়

এদিকে, আলিপুরের পাশাপাশি কলকাতার উপকণ্ঠেই আরও একটি চিড়িয়াখানা চালু হয়ে যাওয়ায় তা দারুণ আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠতে বেশি সময় লাগবে না। এতদিন কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেই বাঘ, সিংহ-সহ বিভিন্ন জীব জন্তুর দেখা মিলত।

বিশেষ বিশেষ ছুটির দিনগুলিতে জীব-জন্তুদের দেখতে কচিকাঁচাদের উপচে পড়া ভিড় লেগে থাকত আলিপুর চিড়িয়াখানাতেই। ভিড় হবে জেনেও ছুটির দিন বাচ্চাদের নিযে বাবা-মায়েরা আলিপুরেই ছুটে যেতেন। তবে এখন থেকে কলকাতায় আরও একটি চিড়িয়াখানা চালু হয়ে যাওয়ায় এবার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে অনেকেরই গন্তব্য হতে চলেছে নিউটাউনের এই চিড়িয়াখানা।

West Bengal kolkata zoo
Advertisment