কোচবিহারের রাজনীতিতে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর বিবাদ-দ্বন্দ্ব নতুন নয়। তবে এবার যেন সেই দ্বন্দ্ব নয়া মাত্রা পেল। রাজ্যের মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে নাম না করে বেজায় টিপ্পনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। 'গব্বর', 'ফুটো মস্তান' কিছুই বাদ দিলেন না শাহের ডেপুটি। দিনহাটার বুড়িরহাটের দলীয় সভা থেকে দাপুটে তৃণমূল নেতাকে বিঁধে আর যা যা বললেন নিশীথ, তা নিয়ে বেড়েই চলেছে চর্চা।
কী বলেছেন নিশীথ প্রামাণিক?
দলের একটি সভায় নিশীথ প্রামাণিক উদয়ন গুহর নাম না নিয়ে বলেছেন, "আপনাদের এখানকার দিনহাটার গব্বর, ফুটো মস্তান মাঝে মাঝে আমার বাড়ির ওদিকেও যান। সব ব্লক থেকে তাঁর চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে কিছু উসকানিমূলক মন্তব্যও করে আসেন। উনি বলেছিলেন, আমি যেখানে যাব কালো পতাকা দেখানো হবে। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ক্ষমতা থাকলে দেখিও।"
এদিকে, নিশীথ প্রামাণিকের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহও। সংবাদমাধ্যমে তিনি বলেন, "এসব কথার গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই। আমাদের সামনে অনেক কর্মসূচি আছে। ওঁর যা রুচি তাই বলেছে। গব্বরের কথা আসামিদেরই প্রথম মনে আসবে। জনগণ সব বুঝে গেছেন। আগামী নির্বাচনে জনগণই ওঁকে ঘরে বসিয়ে দেবেন।"
আরও পড়ুন- শক্তি বেড়েছে নিম্নচাপের, কোন কোন জেলায় আজও প্রবল বৃষ্টি? আবহাওয়ার উন্নতি কবে?
উল্লেখ্য, কোচবিহারের রাজনীতিতে এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী থাকাকালীন রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গেও ফি দিন আকচাআকচিতে জড়াতে দেখা যেত নিশীথ প্রামাণিককে। রবীন্দ্রনাথ ঘোষের মন্ত্রীত্ব যাওয়ার পর উদয়ন গুহকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- যুগান্তকারী বিনিয়োগ আসছে বাংলায়! স্পেন সফরের দ্বিতীয় দিনেই বিরাট সুখবর মুখ্যমন্ত্রীর
এমনিতেই চাঁচাছোলা ভাষায় বক্তৃতা দেওয়ার জন্য পরিচিতি আছে উদয়ন গুহর। এর আগে তাঁকেও বহুবার কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করে বেশ কিছু মন্তব্য করতে দেখা গিয়েছে। এবার নাম না নিয়ে তাঁকেই পাল্টা নিশীথের।