Free Electricity: সামনেই বিধানসভা নির্বাচন! তার আগেই বিরাট চমক সরকারের। বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ! নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।
নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস বাকি। তার আগে সাধারণ মানুষকে জন্য বড় উপহার দিতে চলেছে নীতীশ কুমারের সরকার। সূত্রের খবর, প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত গৃহস্থালী বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি দপ্তর প্রস্তাব তৈরি করেছে এবং অর্থ দপ্তর তাতে সিলমোহর দিয়েছে। এখন শুধু মন্ত্রিসভার অনুমোদন পেলেই রাজ্যজুড়ে কার্যকর হবে এই 'ফ্রি ইলেকট্রিসিটি স্কিম'।
কারা পাবেন এই সুবিধা?
শুধুমাত্র ডোমেস্টিক ইউজাররা এই প্রকল্পের আওতায় আসবেন
প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে কোনও বিল দিতে হবে না
যদি কেউ ১০০ ইউনিটের বেশি ব্যবহার করেন, তাহলে শুধু অতিরিক্ত ইউনিটের জন্য বিল দিতে হবে
বর্তমানে কুটির জ্যোতি যোজনার আওতায় গ্রামাঞ্চলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৯৭ টাকা এবং অন্যান্য গ্রাহকদের জন্য ২.৫২ টাকা। শহরে বিদ্যুতের দাম ৭.৫৭ টাকা হলেও সরকারের ভর্তুকির পর তা কমে ৪.৫২ টাকায় নেমে আসে। ফলে এই প্রকল্প চালু হলে বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হবে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির।
মেগা এই প্রকল্পের ফাইল এখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার কাছে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই রাজ্যজুড়ে ফ্রি বিদ্যুৎ স্কিম কার্যকর করা হবে। নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে এনডিএ সরকারের বড় রাজনৈতিক বাজি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী বছরে নীতীশ কুমার জনগণের মন জয় করতেই এই উদ্যোগ নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। তবে এর বাস্তব প্রভাব কতটা পড়বে, তা সময় বলবে।