Dilip Ghosh: 'মারছেও মুসলমান, মরছেও মুসলমান, দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে', দিলীপের নিশানায় তৃণমূল

Dilip Ghosh alleges appeasement politics: আবারও রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে তাঁর নিশানায় বাম-কংগ্রেসও।

Dilip Ghosh alleges appeasement politics: আবারও রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে তাঁর নিশানায় বাম-কংগ্রেসও।

author-image
Joyprakash Das
New Update
Dilip Ghosh Muslim vote bank accusation TMC,  TMC using Muslims for political gains,  political exploitation of Muslim community Bengal  ,Dilip Ghosh alleges appeasement politics  ,Muslim appeasement charge TMC by BJP,দিলীপ ঘোষ তৃণমূল মুসলিম ভোটব্যাংক অভিযোগ  ,তৃণমূল মুসলমানদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার,  ভোটের সময় মুসলিম তোষণ রাজনীতি,  বিজেপি দিলীপ ঘোষ তোষণ রাজনীতি অভিযো,গ  তৃণমূল আপিজমেন্ট রাজনীতি মুসলিম সমাজ

Dilip Ghosh: কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ, পাশে তাঁর স্ত্রী রিঙ্কু।

Dilip Ghosh: 'মুসলমানদের দাবার বোরের মত ব্যবহার করা হচ্ছে, এর জন্য তো আর BJP দায়ী নয়', সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন, মারামারি, বোমাবাজি নিয়ে শাসকদল তৃণমূলকে নিশানা করেই সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ। দিল্লি থেকে সস্ত্রীক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন তাঁর রাজধানী সফর নিয়েও।

Advertisment

সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী নিজে দাবি করেছেন, "সংখ্যালঘুদের তেজ পাতার মত ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি"। দিলীপ ঘোষকে এদিন বিমানবন্দরের সাংবাদিকরা ত্বহা সিদ্দিকীর এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেন, "মুসলমান ভোটের এরাই তো এজেন্ট। এরাই তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন। আজ যদি মুসলমানদের তেজপাতা বা এঁটো ভাঁড়ের মতো ব্যবহারের কথা ওঠে, তাহলে তার জন্য ত্বহা সিদ্দিকীও দায়ী, বাকি নেতাও দায়ী। মুসলমানদেরই তো প্রশ্ন করা উচিত কেন তাঁদের মধ্যেই এত অপরাধী? এত অশিক্ষা? কেন মুসলমান ভ্যানওয়াল ছেলে ভ্যানওয়ালাই হবেন, ফলওয়ালার ছেলে ফলওয়ালাই হবেন? কেন তাঁরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবেন না?" 

তিনি আরও বলেন, "ত্বহা সিদ্দিকীকেই প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে তাঁর চামচাগিরি করেন? গতকাল ভাঙড়েও হয়েছে। কে বোমা মারছে আর কে মরছে? আর কে জেলে যাচ্ছে..সবাই মুসলমান। তার জন্য তো BJP দায়ী নয়। দাবার বোরের মতো ব্যবহার করা হচ্ছে মুসলমানদের।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:খেজুরির জোড়া মৃত্যুতে খুনের অভিযোগ শুভেন্দুর, বনধের ডাক BJP-র

এরই পাশাপাশি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জোকা IIM আইআইএম-এ তরুণীকে ধর্ষণের ঘটনা নিয়েও তৃণমূল শাসিত সরকারকে আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক্ষেত্রে ফের একবার দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পশ্চিমবাংলার মানুষের অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়াম ইন্সটিটিউটেই যদি এমন নক্কারজনক ঘটনা ঘটে তবে বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাইরে কীভাবে পরিচয় দেব? গোটা বাংলার লোককে এটা ভাবতে হবে, কারা সরকার চালাচ্ছে? এসবে মমতা ব্যানার্জির কোনও বক্তব্য দেখি না। তাহলে কি উনি এগুলো সমর্থন করছেন? তাঁর অনুপ্রেরণায় এই সব ধর্ষণের ঘটনা ঘটছে? এটা আমাদের ভাবতে হবে।"

আরও পড়ুন- offbeat destination:উত্তরবঙ্গের এপ্রান্ত যেন ফ্রেমবন্দি ছবি! পাহাড় ঢালের গাঁয়ে বেড়ানোর দুরন্ত আনন্দ নিন

এদিকে, শমীক ভট্টাচার্য BJP রাজ্য সভাপতি হওয়ার দিন কয়েকের মধ্যেই তাঁর সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন দিলীপ ঘোষ। তারপরেই দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে তিনি গিয়েছিলেন দিল্লিতে। দিন কয়েক সেখানে কাটানোর পর আজ সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির কেন্দ্রের বেশ কয়েকজন নেতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। নিজে এখন দলের সংগঠন না দেখলেও এই রাজ্যে দলের সাংগঠনিক বিষয় নিয়ে তাঁকে যা জিজ্ঞাসা করা হয়েছে তার স্পষ্ট উত্তর তিনি কেন্দ্রের নেতাদের দিয়েছেন বলে জানিয়েছেন।

tmc dilip ghosh CM Mamata banerjee