scorecardresearch

প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান: মমতা ঢুকতেই উঠে দাঁড়ালেন শুভেন্দু, কী কথা হল?

আবারও মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

no words exchange between mamata and suvendu on hc chief justice oath ceremony
ফের মুখোমুখি দেখা মমতা-শুভেন্দুর।

আবারও মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের শপথগ্রহণ অনুষ্ঠান পর্বে মুখোমুখি হন মমতা-শুভেন্দু। মুখ্যমন্ত্রী ঢুকতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা। তারপর? কথা হল দু’জনের?

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচাপরপতি পদে শপথ নিয়েছেন টিএস শিবজ্ঞানম। এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তাঁকে এদিন শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন- তিহাড় ছেড়ে ফের কি আসানসোল জেলে কেষ্ট? আকুতি-মিনতিতে কী জানাল কোর্ট?

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও অন্যদের সঙ্গেই আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন- বাংলায় রামনবমীতে অশান্তি: কোমর বেঁধে তদন্তে নামল NIA, দায়ের FIR

প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশেই প্রথমে বিরোধী দলনেতার চেয়ার রাখা ছিল। তবে সেখানে বসতে দেখা যয়ানি শুভেন্দু অধিকারীকে। তিনি বসেছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশের চেয়ারে। মুখ্যমন্ত্রী কোর্ট রুম দিয়ে ঢুকতেই দেখতে পান শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন- এবেলায় গিয়ে চাইলে ওবেলায় ফিরুন, হাওড়া-পুরী বন্দে ভারত চালু কবে থেকে? জানুন দিনক্ষণ

মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও। তবে দু’জনের দেখা হলেও কোনও কথা হয়নি। এমনকী মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে সৌজন্য বিনিময় পর্যন্ত করতেও দেখা যায়নি এদিন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: No words exchange between mamata and suvendu on hc chief justice oath ceremony