Trump Iran negotiation:‘কেউ জানে না আমি কী করতে যাচ্ছি’, ইজরায়েল-ইরান সংঘাতে ট্রাম্পের মন্তব্যে কীসের ইঙ্গিত?

Iran Israel tensions: ইজরায়েল-ইরান সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ঘিরে জোরদার চর্চা শুরু হয়েছে।

Iran Israel tensions: ইজরায়েল-ইরান সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ঘিরে জোরদার চর্চা শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
trump-backs-down-india-pakistan-ceasefire-mediation-claim

Donald Trump: ডোনাল্ড ট্রাম্প।

Trump Israel support decision:মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর ইরান আলোচনায় আগ্রহী। তবে, ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যে, "এখন অনেক দেরি হয়ে যেতে পারে" এবং আরও উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ইজরায়েলকে সামরিকভাবে সমর্থন করা হবে কিনা সে বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি।

Advertisment

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, "ইরান আলোচনা করতে চায়, তারা যোগাযোগ করেছে," ট্রাম্প আবারও একথা সাংবাদিকদের বলেছেন। আমেরিকার প্রেসিডেন্টের কথায়, "কিন্তু তারা অনেক অপেক্ষা করেছে। দেখা যাক কী হয়। ইজরায়েলের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।" ওয়াশিংটন ইজরায়েল-ইরান সংঘাত-পর্বে ঢুকবে? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "আমি এটা করতে পারি, আমি এটা নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।"

উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলিতে ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা চরমে ওঠার আবহে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য বেশ তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইজরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলার ঘটনা ঘটে চলেছে অহরহ। ট্রাম্পের এই মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আত্মসমর্পণের জন্য মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরেই এসেছে। ইজরায়েলের দোসর হয়ে ইরানের বিরুদ্ধে গেলে আমেরিকার পক্ষেও তা 'অপূরণীয় ক্ষতি'র কারণ হতে পারে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: উপনির্বাচনেও অশান্তি কালীগঞ্জে, প্রিসাইডিং অফিসারকে 'তৃণমূলের ক্যাডার' বলে তোপ BJP প্রার্থীর

ইজরায়েল যখন ইরানের বুকে সামরিক অভিযান আরও জোরদার করেছে এবং তেহরানের একটি জেলা থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, তখনই আয়াতুল্লাহ আলী খামেনির এই মন্তব্য সামনে এসেছে। স্বাভাবিকভাবেই এই মন্তব্য আরও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। গত শুক্রবার সংঘাত শুরু হওয়ার পর তার প্রথম মন্তব্যে, খামেনি ঘোষণা করেছেন যে যুদ্ধ শুরু করে ইজরায়েল "বিশাল ভুল" করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া একটি বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "ইরান, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনই হুমকির ভাষায় কথা বলবেন না, কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করবে না।"

আরও পড়ুন- Kolkata Weather Update today:আজ ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, সঙ্গে জোরালো দাপট প্রবল ঝোড়ো হাওয়ার

তিনি আরও বলেন, "আমেরিকানদের জানা উচিত যে যে কোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সাথে যুক্ত হবে। এদিকে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় তেহরান ওই অঞ্চলে আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র প্রস্তুত করা শুরু করেছে।

Donald Trump Israel-Iran conflict Israel Iran War News