North 24 Parganas News: পাওনাদারের টাকা মেটাতে গিয়েই কেল্লাফতে! দোকানির 'কোটিপতি' হওয়ার এমন গল্পে তাজ্জব হবেনই

North 24 Parganas News: স্বপ্ন যে এভাবে পূরণ হতে পারে তা কল্পনাও করে উঠতে পারেননি সাধারণ এক ফাস্টফুডের দোকানি। কিছুক্ষণেই তাঁর কোটিপতি বনে যাওয়ার গল্প এখন এলাকার লোকজনের মুখে-মুখে ঘুরছে।

North 24 Parganas News: স্বপ্ন যে এভাবে পূরণ হতে পারে তা কল্পনাও করে উঠতে পারেননি সাধারণ এক ফাস্টফুডের দোকানি। কিছুক্ষণেই তাঁর কোটিপতি বনে যাওয়ার গল্প এখন এলাকার লোকজনের মুখে-মুখে ঘুরছে।

author-image
Utsab Mondal
New Update
North 24 Parganas News,bagda,lottery,dear lottery result,dear lottery todays result,west bengal news today,latest bengali news,bengali news today,gopal sarkar won 1 crore in lottery,ডিয়ার লটারি, উত্তর ২৪ পরগনার খবর,গোপাল সরকার লটারিতে ১ কোটি টাকা জিতেছেন

North 24 Parganas News: কিছুক্ষণের মধ্যে কোটিপতি হয়ে যাওয়া এই সেই ব্যক্তি গোপাল সরকার। ছবি: উৎসব মণ্ডল।

পাওনাদারের টাকা মেটাতে গিয়ে এভাবে যে স্বপ্ন পূরণ হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি নিতান্ত এক ফাস্টফুডের দোকানদার। লটারিতে কোটি টাকা জিতেছেন তিনি। স্বাভাবিকভাবেই এমন অপ্রত্যাশিত পাওনায় খুশিতে ডগমগ তিনি ও তাঁর পরিবার। মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষা করে দেখার শখই যে একদিন তাঁকে কোটিপতি বানিয়ে দেবে একথা যেন এখনও বিশ্বাস করেই উঠতে পারছেন না উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা এলাকার বাসিন্দা গোপাল সরকার।  

Advertisment

উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারে একটি ফাস্টফুডের দোকান রয়েছে গোপাল সরকারের। শনিবার নিজের দোকানে রাখা আইসক্রিমের টাকা মেটাতে বাগদায় গিয়েছিলেন তিনি। বাগদা বাজার থেকে দুপুরে দেড়শো টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন গোপাল। আর তাতেই কেল্লাফতে। ভাগ্যের চাকা ঘুরতে লেগেছে মাত্র কিছুক্ষণ।

 লটারির টিকিট কাটার কিছুক্ষণ পরেই তিনি জানতে পারেন কোটি টাকার প্রথম পুরস্কারটা তার ভাগ্যেই জুটেছে। একথা জানতে পেরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন গোপাল সরকার। এদিকে, স্বামীর লটারিতে কোটিপতি বনে যাওয়ার ঘটনায় খুশিতে ডগমগ গোপালের স্ত্রীও। স্ত্রীর সঙ্গে মিলে ইতিমধ্যেই এই কোটি টাকা খরচের প্ল্যানও সাজিয়ে ফেলেছেন গোপাল। 

আরও পড়ুন- Kolkata News Live Update:ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারারা, শিক্ষামন্ত্রী কথা না বললে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি

Advertisment

শনিবার গোপালের স্ত্রী জানিয়েছেন, মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষা করার জন্য তার স্বামী লটারির টিকিট কাটতেন। তবে এভাবে যে প্রথম পুরস্কার তিনি পেয়ে যাবেন তা কল্পনাও করেননি। লটারির পুরস্কারের টাকায় নিজেদের দোকানটা আরও বড় করে সাজানোর পরিকল্পনা করেছেন সরকার দম্পতি। সেই সঙ্গে ছেলের জন্যও ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

আরও পড়ুন- Health worker arrested: শহরে বসেই পাকিস্তানের চরবৃত্তি, রুদ্ধশ্বাস গ্রেফতারি, পালানোর পথই পায়নি সরকারি দফতরের কর্মী

Bengali News Today news of west bengal North 24 Pargana lottery