/indian-express-bangla/media/media_files/2025/05/24/THQQlAPdb73r3X71LaIT.jpg)
North 24 Parganas News: কিছুক্ষণের মধ্যে কোটিপতি হয়ে যাওয়া এই সেই ব্যক্তি গোপাল সরকার। ছবি: উৎসব মণ্ডল।
পাওনাদারের টাকা মেটাতে গিয়ে এভাবে যে স্বপ্ন পূরণ হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি নিতান্ত এক ফাস্টফুডের দোকানদার। লটারিতে কোটি টাকা জিতেছেন তিনি। স্বাভাবিকভাবেই এমন অপ্রত্যাশিত পাওনায় খুশিতে ডগমগ তিনি ও তাঁর পরিবার। মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষা করে দেখার শখই যে একদিন তাঁকে কোটিপতি বানিয়ে দেবে একথা যেন এখনও বিশ্বাস করেই উঠতে পারছেন না উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা এলাকার বাসিন্দা গোপাল সরকার।
উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারে একটি ফাস্টফুডের দোকান রয়েছে গোপাল সরকারের। শনিবার নিজের দোকানে রাখা আইসক্রিমের টাকা মেটাতে বাগদায় গিয়েছিলেন তিনি। বাগদা বাজার থেকে দুপুরে দেড়শো টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন গোপাল। আর তাতেই কেল্লাফতে। ভাগ্যের চাকা ঘুরতে লেগেছে মাত্র কিছুক্ষণ।
লটারির টিকিট কাটার কিছুক্ষণ পরেই তিনি জানতে পারেন কোটি টাকার প্রথম পুরস্কারটা তার ভাগ্যেই জুটেছে। একথা জানতে পেরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন গোপাল সরকার। এদিকে, স্বামীর লটারিতে কোটিপতি বনে যাওয়ার ঘটনায় খুশিতে ডগমগ গোপালের স্ত্রীও। স্ত্রীর সঙ্গে মিলে ইতিমধ্যেই এই কোটি টাকা খরচের প্ল্যানও সাজিয়ে ফেলেছেন গোপাল।
শনিবার গোপালের স্ত্রী জানিয়েছেন, মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষা করার জন্য তার স্বামী লটারির টিকিট কাটতেন। তবে এভাবে যে প্রথম পুরস্কার তিনি পেয়ে যাবেন তা কল্পনাও করেননি। লটারির পুরস্কারের টাকায় নিজেদের দোকানটা আরও বড় করে সাজানোর পরিকল্পনা করেছেন সরকার দম্পতি। সেই সঙ্গে ছেলের জন্যও ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।