ভ্রমণপ্রিয় বাঙালির একটা বড় অংশের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বছরভর পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু ভিড়ভাট্টা অপছন্দ অনেকেরই। দিন কয়েকের নির্ভেজাল ছুটির মেজাজ তারিয়ে তারিয়ে উপভোগ করতে অনেকেই চান একটু নিরিবিলি জায়গা। এই প্রতিবেদনে উত্তরবঙ্গের নজরকাড়া তেমনই একটি জায়গার হদিশ মিলবে। প্রকৃতি যেন ঝুলি উজাড় করে তার সব সৌন্দর্য্য ঢেলে দিয়েছে পাহাড়ি এই গ্রামে। যেখানে একবার পা রাখলে মন বাঁধা পড়বেই!
দিন কয়েক হাতে নিয়ে এবার বেড়িয়ে আসুন কালিম্পঙের বিদ্যাং ভ্যালি থেকে। নিরিবিলিতে-নিরালায় ছুটি কাটাতে পাহাড়ি এই এলাকার জুড়ি মেলা ভার। এই অপূর্ব এলাকার অসাধারণ মনোরম পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবে। সবুজে সাজানো পাহাড়ি গ্রামে ঝুলন্ত ব্রিজ ধরে হাঁটা লাগাতে পারেন। গোটা গ্রাম জুড়ে নাম না জানা নানা রঙের পাহাড়ি ফুল নজর কাড়বেই।
আরও পড়ুন- ছবির মতো সাজানো পাহাড়ি গ্রাম, সবুজে সবুজ মায়াবী পরিবেশে বাঁধা পড়ে মন!
হাতে গোনা কয়েকটি পরিবারের বাস এই গ্রামে। শান্ত নিরিবিলি এই প্রান্তের প্রধান আকর্ষণ রেলি নদী। পাহাড়ি এই নদীর কলকল শব্দ দিনভর পাবেন আর এর সঙ্গে উপড়ি পাওনা প্রজাপতির ঝাঁকের আনাগোনা। এছাড়াও রেলি নদীর ধার বেয়েই রয়েছে অপূর্ব এক পাহাড়ি ঝর্ণা। সব মিলিয়ে প্রকৃতির কোলে দিন কয়েকের এই সফর সারা জীবনের জন্য আপনার স্মৃতির পাতায় উজ্বল হয়ে রয়ে যাবে।
কীভাবে যাবেন বিদ্যাং ভ্যালিতে?
কলকাতার দিক থেকে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে এনজেপি বা নিউ জলপাইগুড়িতে। সেখান থেকে সরাসরি কালিম্পঙের বিদ্যাং ভ্যালিতে যাওয়ার গাড়ি বুক করে নিতে পারেন। এছাড়াও কালিম্পঙে পৌঁছেও গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন এতল্লাটে। কালিম্পং শহর থেকে বিদ্যাং ভ্যালির দূরত্ব প্রায় ১৭ কিলোমিটারের মতো। এনজেপি থেকে এর দূরত্ব ৮৮ কিলোমিটারের মতো।
আরও পড়ুন- পাহাড় ঢালের এক ফালি গ্রাম, সবুজে ঘেরা এপ্রান্তের অকৃত্রিম শোভা মন কাড়বেই!
বিদ্যাং ভ্যালিতে থাকবেন কোথায়?
বিদ্যাং ভ্যালিতে রেলি নদীর ধারে একাধিক হোম স্টে রয়েছে। স্থানীয়রাই এগুলি পরিচালনা করেন। এখানেই থাকতে পারেন। পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে এখানে গেলে আগে থেকে বুকিং করে যাওয়া ভালো। হোম স্টে গুলিতে থাকা-খাওয়া হিসেবে খরচ নেওয়া হয়।
আরও পড়ুন- নিরিবিলি সমুদ্রতটে লাল কাঁকড়ার লুকোচুরি, অপূর্ব এই সাগরপাড় কলকাতার খুব কাছেই
বিদ্যাং ভ্যালিতে কয়েকটি হোম স্টের ফোন নম্বর:
Bidhyang Doon Valley Resort- 098301 07879
Bidyang Reili Riverside Homestay- 9831311606 , 9830381306
Doon Valley Nature Retreat
আরও পড়ুন- ভুলে যাবেন দিঘা-পুরী, বাংলার এই সাগরপাড়ের অপূর্ব শোভা লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও