/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/Kolakham-2.jpg)
Travel: পাহাড় কোলের অপরূপ এই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের প্রেমে পড়ে যাবেন।
Travel North Bengal: উত্তরবঙ্গের আনাচে কানাচে এমন অনেক জায়গা রয়েছে যেখানকার অপরূপ সৌন্দর্য্য রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে যে কোনও প্রান্তের বিখ্যাত সব পর্যটনকেন্দ্রগুলিকে। এই প্রতিবেদনে মিলবে এমনই অসাধারণ এক পর্যটন কেন্দ্রের হদিশ। একবার যেখানে গেলে ফিরতে আর মনই চাইবে না। পাহাড় কোলের শান্ত-শীতল নিরিবিলি পরিবেশে মন পাবে শান্তি প্রাণ পাবে আরাম।
পাহাড় ঘেরা গ্রাম কালিম্পঙের (Kalimpong) কোলাখাম (Kolakham)। কালিম্পঙের সবচেয়ে সুন্দর গ্রামগুলির একেবারে ওপরের দিকেই স্থান এই কোলাখামের, এমনই বলে থাকেন ভ্রমণপিপাসুরা। যদিও লাভা, লোলেগাঁও কিংবা রিশপের মতো এই কোলাখাম কিন্তু এখনও অতটা জনপ্রিয় নয়। তবু সুন্দরী এই গ্রাম ঘিরে থাকা অসংখ্য পাইন গাছের সারি আর নাম জানা পাখিদের কলরব মন কেড়ে নেয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/k2.png)
আরও পড়ুন- পাহাড়ঘেরা গ্রামের বুক চিরেছে নদী, উত্তরবঙ্গের অসাধারণ এপ্রান্ত অনেকেরই অজানা!
এই কোলাখাম থেকেই দেখা মিলবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘারও। এই গ্রামের হোম স্টে-গুলির বারান্দা থেকেই বরফে ঢাকা কাঞ্চজঙ্ঘার নজরকাড়া শোভা দেখতে পাওয়া যেন উপরি পাওনা। গোটা গ্রাম জুড়ে রয়েছে নাম না জানা রঙ বেরঙের ফুল। যেন ফুলেই সেজেছে পাহাড় কোলের এই ছোট্ট গ্রাম। পাহাড়ি ঝরনায় দিনভর জলের শব্দ গ্রামকে নিস্তব্ধতায় ঢাকতে দেয় না। দিন কয়েকের ছুটিতে বেরিয়ে আসতেই পারেন কালিম্পঙের এই প্রান্ত থেকে। এখানে সবুজ প্রকৃতি যেন ঝুলি উপুড় করে তার সব সৌন্দর্য্য ঢেলে দিয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/k3.png)
আরও পড়ুন- পাহাড়ের কোলে ঘুমিয়ে ছোট্ট গ্রাম, উত্তরবঙ্গের এপ্রান্তের অসাধারণ শোভা ভাষায় প্রকাশ কঠিন!
কীভাবে যাবেন কোলাখামে?
কালিম্পঙের এই গ্রামটিতে বছরের যে কোনও সময়ে যেতে পারেন। নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে এই কোলাখামের দূরত্ব ১১৭ কিলোমিটার। এনজেপি থেকে গাড়ি ভাড়া করে নিয়ে সোজা কালিম্পঙে পৌঁছে যান। সেখান থেকেই কোলখাম যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। কিংবা এনজেপি স্টেশন থেকে আগেভাগে কথা বলে নিলে একই গাড়িতে পৌঁছে যেতে পারবেন এই গ্রামে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/k4.png)
আরও পড়ুন- কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, কোলাহলহীন নদীপাড়ে আরাম পাবে মন
কোলাখামে থাকার জায়গার বন্দোবস্ত কী?
এখানে একাধিক হোম স্টে রয়েছে। থাকা-খাওয়া হিসেবে জনপ্রতি কমবেশি ১০০০-১২০০ টাকা পড়তে পারে। আগেভাগে বুকিং করে না গেলেও কোলাখামে গিয়েও হোম স্টে-র হদিশ পেতে পারেন। এলাকার বাসিন্দাদের অসাধারণ আতিথেয়তা মনে রাখার মতো।
আরও পড়ুন- বঙ্গোপসাগরের কোলে হারাবে মন! বেড়ানোর ১৬ আনা মজা পাবেন কলকাতার কাছেই এই সমুদ্রপাড়ে